Read Time:2 Minute, 14 Second

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। তার বুকে সংক্রমণ ধরা পড়েছে। দিল্লির সেনা হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে সেনা হাসাপাতালে চিকিৎসাধীন প্রণব। একসপ্তাহ আগে সামান্য উন্নতি হওয়ার কথা টুইট করে জানিয়েছিলেন তার পুত্র অভিজিৎ মুখার্জি।

হাসপাতাল আজ বুধবার বিবৃতি দিয়ে জানিয়েছে, সাবেক রাষ্ট্রপতির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। তিনি এখন ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তাকে পর্যবেক্ষণে রাখতে বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে।

এই পরিবেশে বাবাকে স্মরণ করে পুরনো স্বাধীনতা দিবস উদযাপনের ছবি সামনে আনলেন প্রণবকন্যা। সেই ছবি পোস্ট করে শর্মিষ্ঠা মুখার্জি লেখেন, ছোটবেলায় আমার বাবা এবং কাকা পৈতৃক বাড়িতে প্রতি বছর পতাকা উত্তোলন করতেন। শুধু এ বছর তার অন্যথা হলো। আশা করব পরেরবার বাবা স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করবেন।

এদিকে, শুধু শর্মিষ্ঠা মুখার্জি নয়, প্রণব মুখার্জির অফিসের তরফে একটা ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে প্রাক্তন রাষ্ট্রপতি কয়েকজন স্কুলপড়ুয়ার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত দেখা যাচ্ছে।

গত ১০ আগস্ট থেকে দিল্লির ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন প্রণব মুখার্জি। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত পাঁচ বছর দেশের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার সামলেছেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না’
Next post বাংলাদেশিরা যে পাঁচ কারণে অভিবাসী হন: আইওএম
Close