Read Time:3 Minute, 9 Second

লাইফ সাপোর্টে থাকা নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এমপি ইসরাফিলের চাচাত ভাই এম এ হেলাল। তিনি জানান, এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এমপি ইসরাফিল রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা জয় করে ফিরলেও তার কিডনি ও ফুসফুসে জটিলতা ছিল। এ জটিলতাগুলো নিয়ে তিনি ফের হাসপাতালটিতে ভর্তি হন। আজ সোমবার ভোরে তিনি মারা করেন।

জানা যায়, এমপি ইসরাফিল আলম করোনায় আক্রান্ত হয়ে গত ৬ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসা শেষে করোনা জয় করে তিনি নওগাঁতে তার বাড়িতে চলে যান। বাড়িতে থাকা অবস্থায় গত ১৭ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত ১১টায় তাকে আইসিউইতে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গত শনিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসং গুণগ্রাহী রেখে গেছেন।

এমপি ইসরাফিল তিতাস কর্মচারী ইউনিয়ন শ্রমিক লীগের মাধ্যমে রাজনীতি শুরু করেন। তিনি অভিভক্ত ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৮ সালে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন।

এরপর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইসরাফিল আলম। বর্তমানে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য।

ইসরাফিল আলম অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post করোনায় আক্রান্ত রবি চৌধুরী
Next post নির্বাচনের আগেই করোনার ভ্যাকসিন চান ট্রাম্প!
Close