বেসরকারি হাসপাতালে পিসিআর পরীক্ষার জন্য ৪৫ ওমানী রিয়াল লাগবে। আজ সুপ্রিম কমিটির ১৩তম বিশেষ প্রেস কনফারেন্সে স্বাস্থ্যমন্ত্রী ড. আহমেদ বিন মোহাম্মদ আল-সাইদী এ কথা বলেন৷
তিনি আরও বলেন, আমরা ঠিক জানি না কবে নাগাদ স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা যাবে। কনফারেন্সে দেশে করোনভাইরাস প্রাদুর্ভাব সম্পর্কে সর্বশেষ আপডেটগুলো সম্পর্কে কথা বলেন কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা।
সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়াতে আমরা পুরো দেশে নতুন করে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছি।
আমরা জানি না কবে নাগাদ পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুরু হবে এবং আমরা এও জানি না কখন থেকে ভ্যাকসিন পাওয়া যায়। তবে স্বাস্থ্যমন্ত্রী জানান, আক্রান্তের সংখ্যা বাড়লেও হাসপাতালে ভর্তি সংখ্যা কম, সাথে সাথে মৃত্যুর হারও কম। সুলতানাতের স্বাস্থ্যখাত এ ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছে।
এমওসিআই-এর উপ-সচিব বলেন, ৩ টন বোঝাই ট্রাক যাতে দুধ, শাক-সবজি এবং মাংসের মতো পণ্য বহনকারী ট্রাক, জ্বালানি তেল বহনকারী যান এবং রান্নার গ্যাস বহনকারী ট্রাকগুলো কেবলমাত্র সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৬টা পর্যন্ত লকডাউনকে কেন্দ্র করে বসানো চেকপয়েন্টগুলো অতিক্রম করতে পারবে।
স্বাস্থ্যমন্ত্রী কনফারেন্সে জানান, করোনাভাইরাসে আক্রান্তের ৮২% ওমানী সিটিজেন।
এমওসিআই-এর উপ-সচিব জানান, কারখানাগুলো কেবল দিনের বেলাতেই কাজ করতে পারে এবং ২৪ ঘণ্টা যারা ফ্যাক্টরি পরিচালনা করতে চান তাদের অবশ্যই বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমতি নিতে হবে।
রয়েল ওমান পুলিশ জানান, লকডাউন সময়কালে হাঁটা চলা হোক বা যানবাহনে চলাচলের বিষয় হোক মুভমেন্টের কোন অনুমতি দেওয়া হবে না। লকডাউন সিদ্ধান্ত লঙ্ঘনকারীকে ১০০ ওমানী রিয়াল (২২০০০ টাকা) জরিমানা করা হবে।
যোগাযোগ ও পরিবহন মন্ত্রী জানান, বিমান সংস্থা বা তাদের অনুমোদিত সংস্থাগুলোর মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া সাপেক্ষে যে কেউ দেশের বাহির থেকে ওমানে ফিরতে পারবে। তার সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, ওমান আসতে হলে অবশ্যই তাকে নিজ দায়িত্বে ও নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে।
পরিবহনমন্ত্রী জানান, এক প্রদেশের শ্রমিকরা অন্য প্রদেশের চেকপয়েন্টগুলো অতিক্রম করার অনুমতি নেই, তবে প্রদেশের অভ্যন্তরে যে যার কর্মস্থলে যেতে পারবে।
ড. সাইফ আল আব্রি জানান, সুলতানাতে সবচেয়ে কম বয়সে মৃত্যুর রেকর্ডটি ২২ বছরের এক বালকের। তিনি বলেন, আমাদের বাচ্চাদের যত্ন বাড়াতে হবে এবং তাদের সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে। ১ মাস থেকে ১৪ বছর বয়সী ৪৫৮৩ শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
পরিবহন মন্ত্রী জানান, লকডাউন চলাকালীন সন্ধ্যা ৭টার পরে যাদের ফ্লাইট রয়েছে তারা বিমানের টিকিট এবং পাসপোর্ট উপস্থাপন করে বিমানবন্দরে যেতে পারবেন।
সুলতানের সশস্ত্র বাহিনী জানান, চেকপয়েন্টগুলো অতিক্রম করার কোন সুযোগ নেই, তবে যাদের ক্রস করার কোন বিকল্প নেই তাদের অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমতিপত্র আনতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, জাতীয় জরিপের প্রথম পর্যায়ে ৪৬০০ জনের কোভিড ১৯ পরীক্ষা করা হয়েছে।
আল আসমি জানান, বিমানবন্দর বন্ধ থাকায় বিদেশে যারা ছয় মাসেরও বেশি সময় বাইরে অবস্থান করেছেন তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত বিশেষ অনুমতি অনুযায়ী ফিরতে দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমানের ভ্যাকসিনটি পাওয়া গেলে আমরা সুরক্ষার জন্য পদক্ষেপগুলো দ্রুত শুরু করবো। আমরা ভ্যাকসিনগুলোর ক্লিনিকাল ট্রায়ালগুলোতে অংশ নেওয়ার আশা করি যাতে সেগুলো কেনার ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার থাকে। সুলতান কাবুস বিন সাইদের (র) আমলে ৩ মিলিয়ন ডলার দিয়ে ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা আরম্ভ করেছিলেন।
পরিবহন মন্ত্রী জানান, মাস্কাটের সাথে মুসান্দাম প্রদেশের ফ্লাইট এবং ফেরি যোগাযোগ অব্যাহত থাকবে।
পিসিআর পরীক্ষাগুলোর জন্য ৪৫ রিয়ালের বেশি লাগবে না এবং অ্যান্টিবডি টেস্টগুলো বেসরকারি হাসপাতালে ১৪ রিয়ালের বেশি নিবে না।
সবশেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আশা করি এই নতুন লকডাউনের সময় সবাই যে যার অবস্থান থেকে সালতানাতকে সহযোগিতা করবে এবং ৮ আগস্টের পরে আমাদের আর লকডাউনের সময়সীমা বাড়ানোর দরকার হবে না।
More Stories
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় তার দুই ছেলে সিয়াম...
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।...
লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির চাঁদরাত মেলা যেমন ছিল
শামসুল আরিফীন বাবলু রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...