Read Time:1 Minute, 59 Second

করোনা পরিস্থিতির মধ্যে নানা ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন। এর মধ্যে আগুনের ঘটনায় টেক্সাসে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দিল মার্কিন সরকার।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, চীন করোনাভাইরাস টিকা গবেষণায় হ্যাকিং করার চেষ্টা করছে।

হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার জন্য দুজন চীনা নাগরিককে অভিযুক্ত করা হয়েছে।

সেদিনই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় টেক্সাসের হিউস্টনে চীনা কনস্যুলেট শুক্রবারের মধ্যে বন্ধের নির্দেশ দেয়।

এই ঘটনা প্রতিক্রিয়ায় বেইজিং জানায়, কনস্যুলেট বন্ধের এই নির্দেশ ‘চরম উসকানিমূলক; এবং ‘নজিরবিহীন স্পর্ধা’।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় চীন সরকার।

এদিকে হিউস্টনে চীনা কনস্যুলেট ভবন থেকে ধোঁয়ার কুন্ডুলি উড়তে দেখা গেছে। এতে ধারনা করা হচ্ছে অফিস বন্ধ করার আগে চীনা কর্মকর্তারা তাদের নথিপত্র হয়ত পুড়িয়ে ফেলছেন।

শুরুতে উহান থেকে ভাইরাস ছড়ানোর জন্য বেইজিংকে দায়ী করে ওয়াশিংটন। এ নিয়ে একাধিকবার বিতর্কে জড়ায় দুই পক্ষ।

এরপর হংকং পরিস্থিতি, উইঘুর ইস্যুতে নিষেধাজ্ঞা, দক্ষিণ চীন সাগরে আধিপত্য, মিয়ানমারে চীনের প্রভাব নিয়েও চীনের সঙ্গে বিরোধে জড়ায় মার্কিন প্রশাসন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ভারতের আকাশে এলিয়েন?
Next post মুসলিম নিষেধাজ্ঞার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ভোট
Close