Read Time:2 Minute, 58 Second

মোবাইল অ্যাপভিত্তিক রাইড সেবাদাতা প্রতিষ্ঠান পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহ হত্যার নিন্দা এবং ঘাতকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে দ্বিতীয় দিনে লস এঞ্জেলেস, লিটল বাংলাদেশের মুক্তিচত্বরে প্রবাসী কমিউনিটি মানববন্ধন কর্মসূচী পালন করে।

গত রবিবার ১৯ জুলাই সন্ধ্যা ৭টায় লস এঞ্জেলেস কমিউনিটির উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।

অন্যতম আয়োজক মোহম্মদ আলী বলেন, আমরা ফাহিমের আত্মার শান্তি কামনা করি এবং অপরাধির দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

উল্লেখ্য, গত শনিবার ১৮ জুলাই প্রথম দিনে লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে অপরাহ্নে লিটল বাংলাদেশের সোনার বাংলা চত্বরে ফাহিম হত্যার প্রতিবাদে প্রথম মানববন্ধন পালন করা হয়। উভয় দিনে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্লাকার্ড ফেস্টুন হাতে অংশ নেন প্রবাসীরা।

এদিকে আজ নিউইয়র্কে দাফন করা হয়েছে ফাহিমকে। স্থানীয় সময় রোববার দুপুরে জানাজা শেষে নিউইয়র্ক শহরের উপকণ্ঠে অরেঞ্জ কাউন্টির প্রাচীন কবরস্থান পোকেসপি রূরাল সেমেট্রিতে তাকে দাফন করা হয়। জানাজা নামাজে ইামামতি করেন ওয়াপিংগার ফলসের আল নূর মসজিদের ইমাম ওসমানী।

জানাজায় অংশ নেওয়া একজন বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে ফাহিম সালেহর জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। এ সময় সেখানে পুলিশের উপস্থিতি ছিল। ফাহিমদের পরিবার বিশাল। পরিবারের সদস্য এবং কিছু আমন্ত্রিত প্রতিবেশি যোগ দিয়েছিলেন জানাজায়। সব মিলিয়ে ৮০-৯০ জন যোগ দেন ফাহিমের শেষ বিদায়ে। ভাইয়ের জানাজায় অংশ নিতে ফাহিমের বড় বোন তার স্বামীকে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে ছুটে আসেন।

জানাজায় সংবাদমাধ্যমের উপস্থিতি আগে থেকেই নিষেধ করা হয়েছিল। একটি টেলিভিশনের বাংলাদেশি বংশোদ্ভূত এক নারী সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন পারিবারিক বন্ধু হিসাবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post লস এঞ্জেলেসে ফাহিমের ঘাতকের শাস্তি দাবিতে মানববন্ধন
Next post মানবদেহে অক্সফোর্ডের ভ্যাকসিন সফল, তৈরি হচ্ছে এন্টিবডি
Close