বর্তমানে চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনের বিষয়ে ক্রিকেটে সবচেয়ে বেশি সরব ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি থেকে শুরু করে ক্রিস গেইল, বর্তমান অধিনায়ক জেসন হোল্ডারসহ কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং পর্যন্ত নিজেদের শক্ত অবস্থানের কথা জানান দিচ্ছেন বারবার।
কিন্তু নিজের জীবনে পাওয়া বর্ণবৈষম্যমূলক আচরণের কথা মনে পড়তেই আর শক্ত থাকতে পারলেন না হোল্ডিং। এ ক্যারিবীয় কিংবদন্তি তার শৈশবের কথা, বাবা-মায়ের ওপর হওয়া বর্ণবাদী আচরণের কথা বলতে গিয়ে লাইভ অনুষ্ঠানেই কান্নায় ভেঙে পড়েছেন।
বৃহস্পতিবার ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান হোল্ডিং। অনুষ্ঠানের সঞ্চালক তাকে সময় নিয়েই বলতে বলেন। তবু নিজেকে সামাল দিতে পারছিলেন না হোল্ডিং।
স্কাই নিউজের মার্ক অস্টিনকে দেয়া সেই সাক্ষাৎকারে ক্যারিবীয় কিংবদন্তি বলেছেন, ‘আমি আমার বাবা-মায়ের ব্যাপারে যখন কথা বলি, তখন আবেগপ্রবণ হয়ে যাই। এখনও তেমনটাই হচ্ছে। মার্ক (সঞ্চালক) আমি জানি, আমার বাবা-মা কোন অবস্থার মধ্য দিয়ে গেছে। আমার বাবা কালো ছিলেন বলে মায়ের সঙ্গে তার বাবার বাড়ির কেউ কথা বলতো না।’
এটুকু বলে কান্নায় ভেঙে পড়েন হোল্ডিং। মার্ক অস্টিন চেষ্টা করেন হোল্ডিংকে স্বাভাবিক করতে। কিন্তু আবেগাক্রান্ত হোল্ডিং যেন নিজেকে সামাল দিতেই পারছিলেন না। তবু বাকি কথা শেষ করেন হোল্ডিং।
চোখ মুছতে মুছতে তিনি বলেন, ‘আমি জানি তারা কিসের মধ্য দিয়ে গেছেন এবং এ জিনিসটা আমার ওপরেও এসেছে। আমি জানি এটা ধীর প্রক্রিয়া। তবুও আমি আশাবাদী যে সবকিছু সঠিক পথে ফিরবে। হোক সেটা শামুকের গতিতে, তাও আমার সমস্যা নেই।’
এর আগে বুধবার স্কাই স্পোর্টসেরই আরেক অনুষ্ঠানে বর্ণবাদের ইতিহাস নিয়ে বিশদ আলোচনা করেছিলেন হোল্ডিং। যেখানে তিনি মূল দায়ী করেন ভুলে ভরা শিক্ষা এবং দুর্বল সমাজব্যবস্থাকে। তার মতে সঠিক শিক্ষা না দেয়া হলে এই অবস্থার কখনও উন্নতি ঘটবে না।
More Stories
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় এরই মধ্যে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। পরিবর্তে আইসিসি অন্তর্ভুক্ত করে নিয়েছে স্কটল্যান্ডকে।...
আইসিসির দ্বিমুখী নীতির আসল চেহারা উন্মোচন করলো উইজডেন
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই প্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে...
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে বাদ পড়েছে বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে বৈশ্বিক এই আসরে খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে...
তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ রাখলো না আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই আয়োজন...
আইসিসি প্রতিনিধির সঙ্গে বৈঠক: ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকট নিরসনে...
সাফ জয় বাংলাদেশের মেয়েদের
শিরোপার মঞ্চে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সামনে সমীকরণ ছিল খুব সহজ। আগের পাঁচ ম্যাচে জেতায় নেপালের বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন...
