Read Time:2 Minute, 10 Second

করোনাভাইরাস মহামারি এখনও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এবং এটার প্রভাব কয়েক দশক বয়ে বেড়াতে হবে। সোমবার এক অনলাইন কনফারেন্সে এমনটাই মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র মহাপরিচালক টেডরোস আধানম গেব্রিয়েসাস। খবর ডেইলি নেশনের।

ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, বিশ্ব এখন কেবল ভাইরাসের হুমকির মুখেই দাঁড়িয়ে আছে এমনটা নয়, বরং ‘বৈশ্বিক একতাবদ্ধতা এবং বৈশ্বিক নেতৃত্ব শূন্যতার’ হুমকিও একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুবাই কর্তৃপক্ষ আয়োজিত এক ভার্চুয়াল স্বাস্থ্য ফোরামে গেব্রিয়েসাস এ কথা বলেন।

তিনি বলেন, আমরা বিভ্ক্ত একটি বিশ্ব নিয়ে এই মহামারিকে পরাজিত করতে পারবো না। এই মহামারি নিয়ে রাজনীতিকীকরণ একটা বাজে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। যে পর্যন্ত আমরা সবাই নিরাপদ না, সে পর্যন্ত আমরা কেউই নিরাপদ না।

করোনাভাইরাস মহামারির একটি নতুন ও বিপজ্জনক দিক নিয়ে গত সপ্তাহে সতর্ক করে দিয়েছিল ডব্লিউএইচও। দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই করোনাভাইরাস কিন্তু মানুষজন লকডাউনে ক্লান্ত হয়ে পড়েছে। সেক্ষেত্রে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ দেখা দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ৪ লাখ ৭৩ হাজার ৪৮৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এই ভাইরাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯১ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে। তবে সুস্থ হয়েছে প্রায় ৪৯ লাখ ১৭ হাজার মানুষ।

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post হারুনের ওয়াকআউট : সংসদে খালেদা-তারেকের নাম নেয়ায় আপত্তি
Next post সমাবেশ ফাঁকা, হতাশা নিয়ে টাই খুলে হাঁটছেন ট্রাম্প! (ভিডিও)
Close