সারাদেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। তবে সবচেয়ে দ্রুত গতিতে এটি ছড়াচ্ছে রাজধানী ঢাকায়। ঢাকা শহরের আনাচে-কানাচে, প্রায় সবখানেই হানা দিয়েছে করোনা।
এদিকে, গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৫ হাজার ৫৮৫ টি নমুনা পরীক্ষা করে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ৩ হাজার ৫৩১ জনের শরীরে।
এই নিয়ে রবিবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৩০৬ জন। বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মিলে গত ৮ মার্চ।
আক্রান্তদের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৪ জন। আর গত একদিনে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রবিবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
শনিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট’র (আইইডিসিআর) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা যায়, ঢাকা শহরের বর্তমানে অন্তত ২৪ হাজার ৫০৪ জন করোনা শনাক্ত রয়েছেন। এতে দেখা যায় ঢাকা শহরের সবখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে করোনা রোগী।
আইইডিসিআর-এর সর্বশেষ তথ্য অনুযায়ী রাজধানীর মিরপুরে ১ হাজার ১৭১ জন, উত্তরায় ৬৭৬ জন, মোহাম্মদপুরে ৫৯২ জন, মহাখালীতে ৫২২ জন, মুগদায় ৫০১ জন, যাত্রাবাড়িতে ৪৮৪ জন, ধানমন্ডিতে ৪৬৯ জন, মগবাজারে ৩৩৩ জন, তেঁজগাওয়ে ৩১৫ জন, কাকরাইলে ৩০৪ জন, রামপুরায় ২৯৬ জন, খিলগাঁওয়ে ২৯৩ জন, লালবাগে ২৭০ জন, বাড্ডায় ২৬৪ জন, গুলশানে ২৩৮ জন, রাজারবাগে ২৩০ জন, মালিবাগে ২০৮ জন, বাসাবোতে ১৮৬ জন, গেন্ডারিয়ায় ১৭৩ জন, বাবু বাজারে ১৬২ জন, ওয়ারিতে ১৫৪ জন, আগারগাঁওয়ে ১৪০ জন, বংশালে ১৩৭ জন, শ্যামলীতে ১৩৫ জন, বসুন্ধরায় ১২৯ জন, শাহবাগে ১২৯ জন, ডেমরায় ১১৮ জন, আজিমপুরে ১১৬ জন, আদাবরে ১১৫ জন, হাজারীবাগে ১১৫ জন, বনানীতে ১১৩ জন, বনশ্রীতে ১১১ জন, রমনায় ১০৫ জন, পল্টনে ৯৯ জন, কলাবাগানে ৯৭ জন, মিরপুর-১-এ ৯৬ জন, কল্যাণপুরে ৯৩ জন, শের-ই-বাংলা নগরে ৯৩ জন, চকবাজারে ৯১ জন, ইস্কাটনে ৮৯ জন করোনা শনাক্ত রয়েছেন।
গ্রিন রোডে ৮৯ জন, মিরপুর-১২ নম্বরে ৮৭ জন, লালমাটিয়ায় ৮৪ জন, জুরাইনে ৭৫ জন, ফার্মগেটে ৭৪ জন, কাফরুলে ৬৮ জন, কামরাঙ্গির চরে ৬৫ জন, মানিকনগরে ৬৪ জন, সূত্রাপুরে ৬৪ জন, বারিধারায় ৬৩ জন, সেগুনবাগিচায় ৬৩ জন, নয়াবাজারে ৬১ জন, স্বামীবাগে ৬১ জন, ক্যান্টনমেন্টে ৬০ জন, মান্ডায় ৬০ জন, শাহজাহানপুরে ৬০ জন, মিরপুর-১১ নম্বরে ৫৯ জন, মিটফোর্ডে ৫৯ জন, মতিঝিলে ৫৭ জন, এলিফ্যান্ট রোডে ৫৬ জন, ভাটারায় ৫৪ জন, জিগাতলায় ৫৩ জন, কাঁটাবনে ৫৩ জন, মিরপুর-১৪ নম্বরে ৫৩ জন, নাখালপাড়ায় ৫৩ জন, হাতিরপুলে ৫২ জন, চাংখারপুলে ৫০ জন, কামালপুরে ৫০ জন, নারিন্দায় ৪৭ জন, শনির আখড়ায় ৪৬ জন, সবুজবাগে ৪৫ জন, টিকাটুলিতে ৪৪ জন, গোপীবাগে ৪৩ জন, কদমতলীতে ৪৩ জন, শান্তিবাগে ৪৩ জন, মিরপুর-২ নম্বরে ৪২ জন, খিলক্ষেতে ৪১ জন, গোড়ানে ৪০ জন, পল্লবীতে ৪০ জন, পান্থপথে ৪০ জন, সিদ্ধেশ্বরীতে ৩৯ জন, রায়ের বাজারে ৩৬ জন, শাখারি বাজারে ৩৬ জন, মিরপুর-১০ নম্বরে ৩৪ জন, পরিবাগে ৩৪ জন, বেইলী রোডে ৩৩ জন, রাজা বাজারে ৩৩ জন, কাওরান বাজারে ৩২ জন, দনিয়ায় ৩১ জন, লক্ষীবাজারে ৩১ জন, আবদুল্লাহপুরে ৩০ জন, রায়েরবাগে ৩০ জন, শেওড়াপাড়ায় ৩০ জন, দক্ষিণখানে ২৯ জন, আশুলিয়ায় ২৭ জন, পুরানা পল্টনে ২৭ জন, নীলক্ষেতে ২৬ জন, মাতুয়াইলে ২৪ জন, গোলাপবাগে ২৩ জন, শ্যামপুরে ২৩ জন, পাইকপাড়ায় ২২ জন, ধলপুরে ২১ জন, ফুলবাড়িয়ায় ২১ জন, কাজীপাড়ায় ২১ জন, সায়েদাবাদে ২১ জন, টোলারবাগে ২১ জন, মিরপুর-৬ নম্বরে ২০ জন, বাংলা মোটরে ১৯ জন, মিরপুর ১৩ নম্বরে ১৯ জন, আফতাবনগরে ১৮ জন, নিউমার্কেটে ১৮ জন, তাঁতী বাজারে ১৮ জন, তালতলায় ১৭ জন, কুড়িল ১৬ জন, শেখেরটেকে ১৬ জন, ধোলাই পাড়ে ১৫ জন, ইব্রাহিমপুরে ১৫ জন, ইসলাপুরে ১৫ জন, মাদারটেকে ১৫ জন, পীরেরবাগে ১৫ জন, আহমেদাবাগে ১৪ জন, আরামবাগে ১৪ জন, পোস্তগোলায় ১৪ জন, গাউছিয়ায় ১৩ জন, গুলিস্তানে ১৩ জন, নন্দীপাড়ায় ১৩ জন, ফকিরাপুলে ১২ জন, নিকুঞ্জে ১২ জন, বিমানবন্দরে ১১ জন, ইসলামবাগে ১১ জন, কচুক্ষেতে ১১ জন, মেরাদিয়ায় ১১ জন, রূপনগরে ১১ জন, হাতিরঝিলে ১০ জন, নাজিরাবাজারে ১০ জন, শহীদনগরে ১০ জন, আরমানিটোলায় ৯ জন, সদরঘাটে ৯ জন, ফরিদাবাগে ৮ জন, গাবতলীতে ৮ জন, কোনাপাড়ায় ৮ জন, কুতুবখালীতে ৮ জন, মীর হাজীরবাগে ৮ জন, মোহনপুরে ৮ জন, নওয়াবপুরে ৮ জন, রসুলপুরে ৮ জন, তেজকুনীপাড়া ৮ জন, ভাষানটেকে ৮ জন, বাংলা বাজারে ৭ জন, বসিলায় ৭ জন, হাজীপাড়ায় ৭ জন, শাহজাদপুরে ৭ জন, তেজতুরী বাজারে ৭ জন করোনা শনাক্ত রয়েছেন।
এছাড়া আশকোনায় আছেন ৬ জন, সেন্ট্রাল রোডে ৬ জন, ইন্দ্রিরা রোডে ৬ জন, মালীতোলায় ৬ জন, মিরপুর ৭ নম্বরে ৬ জন, নীলক্ষেতে ৬ জন, তুরাগে ৬ জন, বকশীবাজারে ৫ জন, ইংলিশ রোডে ৫ জন, গণকটুলিতে ৫ জন, লালকুঠীতে ৫ জন, মাটিকাটায় ৫ জন, মিন্টু রোডে ৫ জন, সিপাহীবাগে ৫ জন, আহমেদ নগরে ৪ জন, বেগুনবাড়িতে ৪ জন, কাজলাতে ৪ জন, মৌচাকে ৪ জন, রসুলবাগে ৪ জন, সিদ্দিকবাজারে ৪ জন, তালাবাগে ৪ জন, ধোলাইখালে ৩ জন, মেরুলে ৩ জন, শংকরে ৩ জন, সেনপাড়ায় ৩ জন, সোয়ারিঘাটে ৩ জন, আমিনবাজারে ২ জন, আসাদ গেটে ২ জন, বাদামতলীতে ২ জন, বাগানবাড়িতে ২ জন, বেগম বাজারে ২ জন, বিজয়নগরে ২ জন, ফরাশগঞ্জে ২ জন, ফরিদাবাগে ২ জন, গুলবাগে ২ জন, জেইলগেটে ২ জন, নয়াপল্টনে ২ জন, শাহ আলী বাগে ২ জন, বানিয়ানগরে ১ জন, বেড়ীবাঁধে ১ জন, বুয়েট এলাকায় ১ জন, ঢাকেশ্বরীতে ১ জন।
More Stories
শাহজাহান ওমরের হুংকার, ‘আমি আবারও এমপি-মন্ত্রী হব’
গ্রেপ্তারের পর ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর হুংকার দিয়ে বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা, এসব মামলা আমার...
মুহাম্মদ ইউনূসকে যেতে দেবেন না, ধরে রাখুন : শফিক রেহমান
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কাজ করতে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। তিনি বলেন, “তাকে...
বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে : ড. ইউনূস
ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে বলে...
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া
ছয় বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখা গেল হাস্যাজ্জ্বল খালেদা জিয়াকে। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পাশের আসনে...
শেখ হাসিনাকে ফেরানোর নির্দেশনা নিয়ে যা জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দুই দেশের বৈঠকে আলোচনার সুযোগ...
খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বললেন উপদেষ্টা মাহফুজ-আসিফ-নাহিদ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ...