Read Time:2 Minute, 36 Second

মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনজুর আলী নন্তু আর নেই। নিউইয়র্কে এলমহার্স্ট হাসপাতালে ১৭ জুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন মনজুর আলী। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে মনজুর আলীর বয়স হয়েছিল ৭০ বছর।

মনজুর আলীর বড়ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগের অধ্যাপক ও সাবেক ডিন মো. মতলুব আলী জানান, বেশ ক’বছর থেকেই মুক্তিযোদ্ধা তিনি হৃদরোগ এবং কিডনি রোগে ভুগছিলেন। পুনরায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই তাকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছিল।

রংপুরের সন্তান মনজুর আলীর নামাজে জানাযা অনুষ্ঠিত হয় ১৮ জুন জ্যামাইকা মুসলিম সেন্টারে। এরপরই এই মুক্তিযোদ্ধাকে নিউ জার্সির মার্লবরোতে মুসলিম কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা সশরীরে উপস্থিত হতে না পারলেও জাতীয় পতাকাসহ তার ভাইস কন্সাল আসিফ আহমেদকে পাঠিয়েছিলেন।

মনজুর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন যুক্তরষ্ট্রে প্রগ্রেসিভ ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আলীমউদ্দিন।

উল্লেখ্য, মনজুর আলী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা সদস্য, উদীচী শিল্পী গোষ্ঠির কেন্দ্রীয় সদস্য এবং প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সৈনিক। তিনি বেশ ক’বছর থেকেই সপরিবারে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এলমহার্স্ট এলাকায় বাস করছিলেন। তিনি স্ত্রী এবং একমাত্র কন্যা মৌলি-সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post টরন্টোতে প্রবীণদের সহায়তায় কানাডিয়ান সেন্টারের উদ্যোগ
Next post হারুনের ওয়াকআউট : সংসদে খালেদা-তারেকের নাম নেয়ায় আপত্তি
Close