ফের সহিংস রূপ নিয়েছে বর্ণবারবিরোধী আন্দোলন। যুক্তরাজ্যের আটলান্টায় আরেক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যা করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের বাইরে নিউজিল্যান্ড, ফ্রান্সসহ অনেক জায়গায় বিক্ষোভ হয়েছে।
বিবিসি জানায়, প্যারিসে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে আন্দোলনকারীদের। শনিবার বর্ণবাদ ও পুলিশি বর্বরতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে প্যারিসের মানুষ।
এদিন বিকালের দিকে প্যারিসের প্লাস দো লা রেপাবলিকে প্রায় ১৫ হাজার বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীর জমায়েত হয়। ‘নো জাস্টিস নো পিস’ স্লোগান দিতে দেখা যায় তাদের।
২০১৬ সালে ফ্রান্সে পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ ব্যক্তি অ্যাডামা ত্রায়োরের স্মরণে ‘জাস্টিস ফর অ্যাডামা’ ব্যানারে এ মিছিল বের করে বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের অনেকে ফরাসী প্রজাতন্ত্রের প্রতীক মারিয়েন ভাস্কর্যর উপরে উঠে স্লোগান দিতে থাকে।
কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিক্ষোভকারীরা প্লাস দো লা রেপাবলিকে জড়ো হয়। তবে সেখান থেকে তারা মিছিল নিয়ে ওপেহা এলাকার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় পুলিশ বিক্ষোভকারীদের পূর্বপরিকল্পিত এ মিছিলে নিষেধাজ্ঞা জারি করে।
পুলিশের বাধা পেয়ে একপর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষোভকারীদের প্লাস দো লা রেপাবলিক থেকে সরিয়ে দিতে কাঁদুনে গ্যাস ছুড়ে মারে পুলিশ।
এদিকে প্যারিসের পাশাপাশি লিঁও, মার্শেইসহ ফ্রান্সের বেশ কয়েকটি শহরেও বর্ণবাদ ও পুলিশি নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ করেছে মানুষ।
প্রসঙ্গত, ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশি নির্যাতনে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে বর্ণবাদবিরোধী আন্দোলন চলছে। এই আন্দোলনের ঢেউ উঠে গোটা ইউরোপে। করোনা সংক্রমণকে উপেক্ষা করে মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে।
More Stories
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন তারা। শুক্রবার...
বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেলো স্টারলিংক
স্টারলিংক টেলিকমের আবেদনের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশন প্রদান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পরবর্তী কার্যক্রম হিসেবে (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স পেলেই বাংলাদেশে...
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার...
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ১৬০০
মিয়ানমারে ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৬৪৪ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৪০৮ জন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন...
চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার
সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে কাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাত...
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প, ১৪৪ জনের মৃত্যু
মিয়ানমারে শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭৩০ জন। শুক্রবার (২৮ মার্চ)...