Read Time:2 Minute, 0 Second

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে উদ্ভূত আন্দোলন নিয়ে একের পর এক উত্তেজক মন্তব্য করার রীতিমতো সমালোচিত হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই সিয়াটল শহরের মেয়র জেনি ডারকানের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প। এই বাকযুদ্ধের এক পর্যায়ে ট্রাম্পকে মুখ বন্ধ রেখে হোয়াইট হাউসের বাঙ্কারে ঢুকতে বলেছেন জেনি ডারকান।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় মেয়র জেনি ডারকান এমনটা বলেছেন বলে সংবাদ প্রকাশ করেছে কাতারের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা।

সিয়াটল শহরে আন্দোলনকারীদের দমন করতে সেখানে হস্তপেক্ষ করার হুঁশিয়ারি দিয়ে টুইট করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই টুইটে আন্দোলনকারীদের তিনি ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেছেন। ট্রাম্পের এমন টুইটের জবাবেই জেনি ডারকান এ পাল্টা টুইট করেছেন।

সিয়াটল মেয়র টুইটে লিখেছেন, ‘আমাদের নিরাপদে থাকতে দিন। আপনি বাঙ্কারে যান।’

তবে জেনি ডারকান ছাড়াও ট্রাম্পকে টুইটের জবাব দিয়েছেন ওয়াশিংটন রাজ্যের গভর্নর জয় ইনসলে। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি টুইটারে লিখেছেন, তিনি (ট্রাম্প) শাসক হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। তার উচিত ওয়াশিংটন রাজ্য নিয়ে কথা না বলা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post অন্তঃসারশূন্য কল্পনাপ্রসূত বাজেট মুখ থুবড়ে পড়তে বাধ্য
Next post নাসিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
Close