যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে উদ্ভূত আন্দোলন নিয়ে একের পর এক উত্তেজক মন্তব্য করার রীতিমতো সমালোচিত হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই সিয়াটল শহরের মেয়র জেনি ডারকানের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প। এই বাকযুদ্ধের এক পর্যায়ে ট্রাম্পকে মুখ বন্ধ রেখে হোয়াইট হাউসের বাঙ্কারে ঢুকতে বলেছেন জেনি ডারকান।
বৃহস্পতিবার এক টুইট বার্তায় মেয়র জেনি ডারকান এমনটা বলেছেন বলে সংবাদ প্রকাশ করেছে কাতারের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা।
সিয়াটল শহরে আন্দোলনকারীদের দমন করতে সেখানে হস্তপেক্ষ করার হুঁশিয়ারি দিয়ে টুইট করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই টুইটে আন্দোলনকারীদের তিনি ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেছেন। ট্রাম্পের এমন টুইটের জবাবেই জেনি ডারকান এ পাল্টা টুইট করেছেন।
সিয়াটল মেয়র টুইটে লিখেছেন, ‘আমাদের নিরাপদে থাকতে দিন। আপনি বাঙ্কারে যান।’
তবে জেনি ডারকান ছাড়াও ট্রাম্পকে টুইটের জবাব দিয়েছেন ওয়াশিংটন রাজ্যের গভর্নর জয় ইনসলে। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি টুইটারে লিখেছেন, তিনি (ট্রাম্প) শাসক হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। তার উচিত ওয়াশিংটন রাজ্য নিয়ে কথা না বলা।
More Stories
বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় আমেরিকানরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাবে ভারতীয় আমেরিকানরা। বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে...
দায়িত্ব নেয়ার পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। শুক্রবার...
হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প
চার বছর পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নাটকীয় প্রত্যাবর্তনে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ২১০, কমলা ১১৩
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। ইতিমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে কে জয় পেতে যাচ্ছেন, এমন পূর্বাভাসও আসছে বিভিন্ন গণমাধ্যমের খবরে। অ্যাসোসিয়েটেড...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস
ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো...
রাশিয়ার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ মার্কিন গোয়েন্দাদের
রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি, তারা নির্বাচন নিয়ে জনগণের আস্থা...