Read Time:2 Minute, 48 Second

গত ৯ জুন ২০২০ লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশের মুক্তি চত্বরে বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে এক বিক্ষোভ প্রদর্শনী হয়েছে। পুলিশ হেফাজতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের প্রতি সম্মান প্রদর্শন করে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) এ বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে।

কমিউনিটির বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশী একত্রিত হয়ে ৮ মিনিট ৪৩ সেকেন্ড হাঁটু গেড়ে বসে জর্জ ফ্লয়েডের প্রতি সম্মান প্রদর্শন করে এবং ‘ইউ ক্যান্ট বিরিদ’ সহ বৈষম্যের বিভিন্ন স্লোগান দিয়ে ‘ব্লাক লাইফ ম্যাটার’ মুভমেন্টের প্রতি সমর্থন জানায়।

বাফার প্রেসিডেন্ট শিপার চৌধুরী বলেন, আমেরিকার মত উন্নত দেশে বর্ণবৈষম্যের বিচরণ দুঃখজনক।

উল্লেখ্য, গত ২৫ মে মিনেপোলিসে শ্বেতাঙ্গ এক পুলিশ অফিসার গলায় হাঁটু চেপে শ্বাস রোধ করে ৪৬ বছর বয়সী ফ্লয়েডকে হত্যা করে। এ ঘটনায় জড়িত ছিলেন আরও তিন পুলিশ সদস্য। মৃত্যুর সময় ফ্লয়েড বার বার বলছিলেন- “আমি নিশ্বাস নিতে পারছি না।”

এ সময় একজন ঘটনার ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে মুহূর্তেই তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেখানকার সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের করা ভিডিও ফুটেজে হত্যার দৃশ্য ধরা পড়ে। এ ঘটনায় চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

সেকেন্ড ডিগ্রি খুনের অভিযোগ আনা হয় পুলিশ কর্মকতা ডেরেক শভিনের বিরুদ্ধে। আর বাকিদের বিরুদ্ধে হত্যার সহযোগিতার অভিযোগ আনা হয়। এমন নির্মম ঘটনায় মিনিয়াপোলিসের পুলিশ ডিপার্টমেন্ট ভেঙে নতুন করে সাজানোর ঘোষণা আসে।

অপরদিকে, ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভের আগুন। এই প্রতিবাদ মিছিল গণ্ডি ছাড়িয়ে কানাডা, জার্মানি, ফ্রান্সসহ বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়েছে।

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সরব নিউইয়র্ক, কাজে ফিরছেন ৪ লাখ কর্মী
Next post রেমিটেন্সে ২ শতাংশ প্রণোদনা অব্যাহত
Close