লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা দুই মামলায় তিন মানবপাচারকারীর পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই ঘটনায় তেজগাঁও থানায় দায়ের করা এক মামলায় দুই মানবপাচারকারীকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ এই রিমান্ড মঞ্জুর এবং কারাগারে পাঠানোর আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, জাহাঙ্গীর হোসেন, বাদশা ফকির ও লিয়াকত আলী ওরফে লেকু শেখ। জাহাঙ্গীর হোসেন ও বাদশা ফকির একই মামলার আসামি। আর লেকু শেখ অপর মামলার আসামি।
জাহাঙ্গীর হোসেন ও বাদশা ফকিরের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) এস এম গফফারুল আলম।
অন্যদিকে লেকু শেখের সাত দিনের রিমান্ড আবেদন করেন তদনন্তকারী ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল বাশার মিয়া।
লেকু শেখের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। কিন্তু অপর দুই আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
অপরদিকে কারাগারে যাওয়া দুই আসামি হলেন হযরত আলী ও নাজমুল হাসান। তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) লিয়াকত আলী। তবে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এ মামলায় গত রোববার সুজন মিয়া নামের এক আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়ায় কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে পল্টন থানার আরেক মামলায় মাহবুবুর রহমান ও সাহিদুর রহমানকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বুধবার তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। ১৫ দিন আগে লিবিয়ার বেনগাজী থেকে মরুভূমি পাড়ি দিয়ে ত্রিপলিতে নেওয়া হচ্ছিল ৩৮ বাংলাদেশিকে। পথেই তাদের জিম্মি করে সন্ত্রাসীরা। এর মধ্যে ২৬ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। এরপর এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের করা হয়।
More Stories
বেদের মেয়ের রাজকুমার এখন রাজনৈতিক দলের নেতা
‘বেদের মেয়ে জোসনা’ সিনেমায় রাজকুমার চরিত্রে অভিনয় করে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন ইলিয়াস কাঞ্চন। বেদের মেয়ের সেই রাজকুমারের নেতৃত্বে আত্মপ্রকাশ...
পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৫ এপ্রিল) সেন্ট পিটার্স স্কয়ারে পোপ...
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের প্রচ্ছদ স্টোরি ‘নিয়তির সন্তান’
সম্প্রতি বৃটিশ সাপ্তাহিক ‘দ্য উইক’ তাদের কাভার স্টোরিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ঘিরে একটি বিশদ বিশ্লেষণ প্রকাশ করেছে, যার...
আ. লীগ নিষিদ্ধের কথা বললে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় সরকার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুললে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির ‘দোহাই’ দেয় সরকার।...
শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদীন মারা গেছেন
শিল্পাচার্য জয়নুল আবেদীনের স্ত্রী জাহানারা আবেদীন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি...
বাংলাদেশ পুনর্গঠনে ড. ইউনূসকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের
বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ...