Read Time:1 Minute, 41 Second

মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েড নামের কৃষ্ণাঙ্গ এক যুবকের পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেছে পুরো যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন রাজ্যে চলছে তুমুল বিক্ষোভ। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের ভাই টেরেন্স ফ্লয়েড।

সোমবার টেরেন্স ফ্লয়েড বিক্ষোভকারীদের উদ্দেশে এমনটি বলেন । বিক্ষোভকারীদের উদ্দেশে টেরেন্স ফ্লয়েড বলেন, আমি বুঝতে পারছি আপনাদের ক্ষোভ। আমি আমার ভাইকে আর ফিরে পাবোনা।

নিজেদের পরিবারকে শান্তি প্রিয় উল্লেখ করে টেরেন্স ফ্লয়েড বলেন, আপনার আন্দোলন করেছেন। আপনারা ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। তারা( পুলিশ) চায় যাতে আমাদের ক্ষতি হয়। আসুন আমরা অন্য পন্থায় এই বিক্ষোভ প্রদর্শন করি।

গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নির্মমভাবে নিহত হন। এরপরই শুরু হয় বিক্ষোভ। যা এখন পুরো যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post জর্জ ফ্লয়েড হত্যা: আন্দোলনকারীদের সমর্থন দিলেন ওবামা
Next post যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে বরিস জনসনের ‘সমর্থন’
Close