যুক্তরাষ্ট্র চীনা স্বার্থের কোনো ক্ষতি করলে সম্মুখ পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে বেইজিং।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জো লিজিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো শব্দ বা পদক্ষেপের মাধ্যমে চীনা স্বার্থের কোনো ক্ষতি হলে বেইজিং সম্মুখ পাল্টা ব্যবস্থা নেবে।
সোমবার প্রতিদিনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি চীনা শিক্ষার্থী ও কোম্পানির বিরুদ্ধে ট্রাম্পের বিশেষ ব্যবস্থা নেয়ার ঘোষণার বিরুদ্ধে সমালোচনা করেন।
এর আগে গত সপ্তাহে চীনা পার্লামেন্ট জাতীয় নিরাপত্তা আইন অনুমোদন করে হংকংয়ের ওপর চাপিয়ে দেয়। এ ঘটনায় বিরোধিতা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, হংকং শহরের নাগরিকদের জন্য এটি দুঃসংবাদ এবং ওই শহরের স্বায়ত্ত্বশাসনের সুরক্ষার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে চীন।
রয়টার্সের খবরে বলা হয়, চীনকে শাস্তি দিতে হংকংয়ে রফতানি নিয়ন্ত্রণ করে বিশেষ পদ্ধতি চালু করতে প্রশাসনকে আদেশ দিয়েছিলেন ট্রাম্প।
শুক্রবার ট্রাম্প চীনের বিরুদ্ধে কঠোর কিছু ঘোষণা দেন। তিনি বলেন, হংকংয়ে নতুন জাতীয় নিরাপত্তা আইন আরোপের মাধ্যমে চীন তার কথা রাখেনি। ফলে এই অঞ্চলটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সুযোগ-সুবিধাগুলো আর পাবে না।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র চীনের কিছু ব্যক্তিদের নিষেধাজ্ঞার আওতায় আনছে। তবে কাদের তিনি নিষেধাজ্ঞার আওতায় আনছেন তা স্পষ্ট করে বলেননি। এ সময় ট্রাম্প বিশ্বে দুর্ভোগ ও অর্থনীতির মন্দাভাবের জন্য চীনকে দায়ী করেন।
ট্রাম্পের এসব বক্তব্যে পাল্টা জবাবে সোমবার সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জো লিজিয়ান আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের বিরোধিতা করছে। ঘোষিত পদক্ষেপগুলো চীনের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ করে, যা যুক্তরাষ্ট্র-চীনের সম্পর্ক নষ্ট করে এবং এটি উভয় দেশের জন্য ক্ষতিকর। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করছে।
More Stories
পেন্টাগন থেকে ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথি ফাঁস
ইসরায়েলে ১ অক্টোবর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথির সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও...
হামাসপ্রধান সিনওয়ার নিহতের গুঞ্জন, খতিয়ে দেখছে ইসরায়েল
হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হওয়ার গুঞ্জন উঠেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমে...
বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু
লেবাননে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার...
ইয়েমেনে সম্মিলিত বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
ইয়েমেনের হোদেইদাহ বিমানবন্দর, সানা এবং ধামার সিটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইয়েমেনের হুথি সমর্থিত টেলিভিশন চ্যালেন...
মুসলিমদের শত্রু এক: খামেনি
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমরা যদি এক হতে পারি...
ইসরাইলকে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল যদি ‘সর্বনিম্ন ভুল’ করে তাহলে তেহরান নিশ্চিতভাবে আরও ‘শক্তিশালী এবং কঠোর প্রতিক্রিয়া’...