গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে গত শনিবার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিজ বাসায় স্বেচ্ছায় আইসোলশনে ছিলেন। দুই দিন আগে চিকিৎসার অংশ হিসেবে তিনি প্লাজমা থেরাপি নিয়েছেন।
এখন কেমন আছেন ডা. জাফরুল্লাহ?
এখন পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার । তবে তার সার্বিক অবস্থা বোঝার জন্য সামনের তিন থেকে চার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ শনিবার ডা. মহিবুল্লাহ বলেন, ‘যেহেতু কিডনি চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত তিনি ডায়ালাইসিস করাচ্ছেন এবং করোনায়ও আক্রান্ত হয়েছেন, তাই তার অবস্থা বোঝার জন্য সামনের তিন থেকে চার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে এসেছেন। সকালের দিকে তার অল্প শ্বাসকষ্ট ছিল। করোনা রোগী ও কিডনি ডায়ালাইসিসের রোগীর জন্য এটি অস্বাভাবিক বিষয় নয়। তবে, এটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’
ডা. মহিবুল্লাহ খন্দকার আরও বলেন ‘এখন তার কিডনি ডায়ালাইসিস চলছে। আগামী ৪ ঘণ্টা এটি চলবে। স্বাভাবিকভাবে কিডনি ডায়ালাইসিস চললে চিন্তার তেমন কোনো কারণ নেই। এই ৪ ঘণ্টা সময়ও গুরুত্বপূর্ণ। পুরো সময়টাই তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।’
ডা. মহিবুল্লাহ খন্দকার, তার দুই মেয়ে ও স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে হোম আইসোলেশনে আছেন। ডা. জাফরুল্লাহ চৌধুরীর সংস্পর্শে ছিলেন, এমন বেশ কয়েকজনই করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন। বর্তমানে তারা হোম আইসোলেশনে রয়েছেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
More Stories
৪০ মিনিটের বৈঠক, আলাপ হলো কী নিয়ে
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের শেষ দিন বৈঠক হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...
থাইল্যান্ডকে ভিসা পদ্ধতি সহজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পদ্ধতি সহজ করতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংটার্ন সিনাওয়াত্রার কাছে অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনুস। শুক্রবার...
জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, ‘আমি...
ব্যাংককে ঐতিহাসিক বৈঠকে ড. ইউনূস-নরেন্দ্র মোদি
ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।...
বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস
বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ জন্য এই আঞ্চলিক জোটের সব দেশের প্রধানদের...
ড. খলিলুরের সঙ্গে মার্কিন উপ-নিরাপত্তা উপদেষ্টার টেলিফোন বৈঠক
প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওয়াং। তারা টেলিফোনে...