Read Time:1 Minute, 39 Second

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে টেস্ট করিয়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন হাসপাতালটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

পরে এনিয়ে আলোচনার মুখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পিসিআর ল্যাবরেটরিতে আবারো টেস্ট করিয়ে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

বুধবার তার করোনাভাইরাস পজিটিভের প্রতিবেদন দেয় বিএসএমএমইউ। ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে বৃহস্পতিবার বিকালে বিষয়টি জানিয়েছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী হালকা জ্বর অনুভব করলে গত ২৪ মে তার গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের মাধ্যমে করোনার নমুনা পরীক্ষা করেন তিনি। সেই পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। তবে ওই কিট সরকারের কাছ থেকে এখনো অনুমোদন না পাওয়ায় তিনি বিএসএমএমইউর পিসিআর ল্যাবরেটরিতেও পরীক্ষা করালেন। এখানেও তার করোনা পজিটিভ এসেছে। যদিও তিনি বলেছিলেন, তাদের কিটেই যেহেতু ফলাফল পাওয়া গেছে সেক্ষেত্রে তিনি পিসিআর টেস্ট করবেন না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘আগামী পনেরো দিন কারফিউ দিয়ে আমাদের বাঁচান’
Next post ১ জুন থেকে চলবে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট
Close