Read Time:1 Minute, 34 Second

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ১০৯ জন বাংলাদেশি মারা গেছেন। আরও ৩,৭০০ বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর দূতাবাসকে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।

দূতাবাসের একজন কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বিবিসিকে জানিয়েছেন যে সর্বশেষ প্রায় এক মাস আগে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তারা মারা যাওয়া ও আক্রান্ত বাংলাদেশিদের তথ্য পেয়েছেন।
কর্মকর্তারা বলছেন, সৌদি আরবে থাকা বাংলাদেশি শ্রমিকরা মূলত ক্যাম্পে থাকে। সে কারণে তাদের মধ্যে আক্রান্তের হার বেশি বলে মনে করছেন তারা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম বাংলাদেশি মারা যান গত ২৪ মার্চ।

নতুন আক্রান্তের সংখ্যা জানা গেলে আক্রান্ত ও মারা যাওয়া বাংলাদেশির সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে মনে করছেন দূতাবাসের একজন কর্মকর্তা।
সূত্র : বিবিসি

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বাংলাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
Next post সুস্থ হয়ে বাসায় ফিরেছেন অধ্যাপক মুনতাসির মামুন
Close