Read Time:2 Minute, 27 Second

এ বছরের শেষ দিকে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করবে যুক্তরাষ্ট্র, ডাক্তারদের সঙ্গে কথা না বলেই কদিন আগে দৃঢ়কণ্ঠে এ দাবি জানান ডোনাল্ড ট্রাম্প। এবার ‘ডাক্তারদের কথায় আস্থা রেখে’ মার্কিন প্রেসিডেন্টের দাবি, ভ্যাকসিন ছাড়াই করোনাভাইরাস বিদায় নেবে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩ লাখের বেশি মানুষ। ৭৮ হাজার ছাড়িয়েছে মৃত্যু। সম্প্রতি করোনার চিকিৎসায় রেমডেসিভির অনুমোদন দিলেও টিকা আবিষ্কারে কাজ করে যাচ্ছেন গবেষকরা। এরই মধ্যে ট্রাম্প মন্তব্য করলেন, করোনা দূর করতে ভ্যাকসিন লাগবে না। আপনাআপনিই বিদায় নেবে প্রাণঘাতী ভাইরাস।

শুক্রবার হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে এই মন্তব্যের পেছনে চিকিৎসকদের ভূমিকার কথা বলেছেন ট্রাম্প, ‘ডাক্তাররা যা বলেছে, আমি কেবল তাতে আস্থা রেখেছি। তারা আমাকে জানিয়েছে, করোনা বিদায় নিতে যাচ্ছে।’

প্রতিষেধক আবিষ্কারের অগ্রগতি নিয়ে এক প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘ভ্যাকসিন নিয়ে আমার অনুভূতি অনেকটাই টেস্টের মতো। কোনো ভ্যাকসিন ছাড়াই এটা বিদায় নিতে যাচ্ছে। এটা দূর হবে এবং আমরা আবার কখনো একে দেখতে পাবো না। আশা করি নির্দিষ্ট একটা সময় পর এটা চলে যাবে।’

ট্রাম্প আরো যোগ করেছেন, ‘কিছু ভাইরাস কিংবা ফ্লু এসেছিল যেগুলোর জন্য ভ্যাকসিন খোঁজা হচ্ছিল। ভ্যাকসিন পাওয়া যায়নি। কিন্তু তারপরও তারা (ভাইরাস) গায়েব হয়ে গেছে, আর কখনো দেখা দেয়নি। সবকিছুর মতো তারাও মারা যায়।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ঢাকায় করোনা শনাক্ত ৯১৭৭
Next post বাংলাদেশে রেকর্ড মৃত্যু ও আক্রান্ত
Close