Read Time:3 Minute, 0 Second

করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়ের মধ্যে সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছিল উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের মৃত্যুর গুঞ্জন। দীর্ঘ জল্পনার পর অবশেষে মে দিবস উপলক্ষে ২০ দিন পর প্রকাশ্যে এসে একটি সার কারখানার উদ্বোধন করেন তিনি। সে দেশের সরকারি টিভি চ্যানেলে দেখানো হয় কিম জং-উনের প্রত্যাবর্তনের অনুষ্ঠান।

তবে প্রায় তিন সপ্তাহ ধরে অজ্ঞাতবাসে থাকার পর কিম জং-উনের হঠাৎ করে প্রকাশ্যে আসা নিয়েও উঠছে প্রশ্ন। দাবি করা হচ্ছে কিম জং-উন নন বরং তার ‘বডি ডাবল’ ওই সার কারখানা উদ্বোধন করেন। অর্থাৎ, তার মতো দেখতে আরেকজনকে কিম বলে চালানো হয়েছে। যেমনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুপক্ষের নিশানা থেকে বাঁচতে হিটলার, স্টালিন, চার্চিলরা করেছিলেন। এমনকি ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনেরও ‘বডি ডাবল’ ছিল।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রথম এমনটি দাবি করেন চীনের এক মানবাধিকার কর্মী জেনিফার জেং। নিজের এ দাবির পক্ষে ছবি পোস্ট করে প্রমাণ করার চেষ্টাও করেছেন তিনি।

কিমের পূর্বের ছবিগুলোর সঙ্গে সার কারখানা উদ্বোধনের ছবির বেশকিছু অমিল রয়েছে। যেগুলো এ সন্দেহকে আরও উসকে দিয়েছে। নতুন ছবিতে কিমকে বেশ স্থুল দেখাচ্ছে।

এ ছাড়া তার কান ও মুখের আকৃতি, চুলের স্টাইল, দাঁতের আকার এবং ঠোঁটের উপরে কিউপিড বো সম্পূর্ণ আলাদা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও কিমের বডি ডাবল নিয়ে আলোচনা হয়েছে। পূর্ববর্তী একটি প্রতিবেদনে কিমকে তার বডি ডাবলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে দেখা গেছে।

যদিও এমন দাবির পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি দক্ষিণ কোরিয়া।

কিমের অজ্ঞাতবাসের সময় ৫০ জনের চিকিৎসক প্রতিনিধি দল পাঠিয়েছিল চীন। তবে সেই প্রসঙ্গে পরবর্তী সময়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

মে দিবসে প্রকাশ্যে আসা ব্যক্তি এবং কিম জং-উনের আগের ছবির মধ্যে পার্থক্য। ছবি : সংগৃহীত
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সিঙ্গাপুরে করোনায় আক্রান্তের ৮৪ শতাংশ অভিবাসী
Next post বাংলাদেশে রেকর্ড মৃত্যু, প্রাণ গেলো ১৩ জনের
Close