পৃথিবীর সবচেয়ে নিকটস্থ কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাকহোলের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। আর এই ব্ল্যাকহোল এতই কাছে যে এর চারপাশে পাক খাওয়া নক্ষত্রগুলো সাধারণ মানুষ খালি চোখেই দেখতে সক্ষম! বিজ্ঞানীদের ধারণা এরকম আরও ব্ল্যাকহোল হয়তো পৃথিবীর কাছাকাছি আরও বেশ অনেকগুলোই আছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন এই ব্ল্যাকহোলটি পৃথিবী থেকে ‘মাত্র’ ১০০০ আলোকবর্ষ দূরে। চিলির ইউরোপিয়ান সাদার্ন অবসারভেটরি থেকে প্রথম এই ব্ল্যাকহোলটি আবিষ্কার করেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন যদি কোনও মানুষ দক্ষিণ গোলার্ধে দাঁড়িয়ে একেবারে পরিষ্কার রাত্রের আকাশে লক্ষ্য করেন তাহলে খালি চোখেই তিনি এই ব্ল্যাকহোলের চারপাশে ঘুরতে থাকা নক্ষত্র দেখতে সক্ষম হবেন।
যে বিজ্ঞানীরা এই ব্ল্যাকহোল আবিষ্কার করেন তাদের মধ্যে অন্যতম পিটার হার্দ্রাভা বলেন, ‘আমরা যখন এটি প্রথম আবিষ্কার করি, আমরা অবাক হয়ে গিয়েছিলাম। এটাই প্রথম ব্ল্যাকহোল যার পাশের নক্ষত্রগুলো খালি চোখে দেখা যায়।’ বেশ কিছুকাল ধরেই বিজ্ঞানীরা দুটি নক্ষত্র আছে এমন সৌরজগত পর্যবেক্ষণ করছেন। সেই সূত্রেই এই ব্ল্যাকহোলটি আবিষ্কার হয়। তারা দেখেন ওই সৌরজগতের সূর্যগুলো কোনও একটি বস্তুর কারণে অদ্ভুত ভাবে আচরণ করে। আর সেই থেকেই বিজ্ঞানীরা ওই ব্ল্যাকহোলের সন্ধান পান। আয়তনে ওই ব্ল্যাক হোলটি সূর্যের চারগুণ।
তবে ব্ল্যাক হোলটি অনেকটাই শান্ত। তার মানে এটি বহুপ্রাচীন একটি ব্ল্যাকহোল। সেই কারণেই আশেপাশের নক্ষত্রগুলোকে এখনও ‘গিলে খায়নি’ এই কৃষ্ণ গহ্বরটি। কিন্তু এত কাছে থাকা সত্ত্বেও কেন এতদিন সন্ধান পাওয়া যায়নি এই ব্ল্যাকহোলের? বিজ্ঞানীদের ধারণা এর আশেপাশে থাকা নক্ষত্রের উজ্জ্বলতার কারণেই এই ব্ল্যাকহোল এতদিন সকলের চোখ এড়িয়ে গিয়েছে। ফলে এরম আরও অনেক ব্ল্যাকহোল কাছাকাছি থাকতে পারে বলেই মত বিজ্ঞানীদের।
More Stories
পেন্টাগন থেকে ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথি ফাঁস
ইসরায়েলে ১ অক্টোবর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথির সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও...
হামাসপ্রধান সিনওয়ার নিহতের গুঞ্জন, খতিয়ে দেখছে ইসরায়েল
হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হওয়ার গুঞ্জন উঠেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমে...
বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু
লেবাননে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার...
ইয়েমেনে সম্মিলিত বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
ইয়েমেনের হোদেইদাহ বিমানবন্দর, সানা এবং ধামার সিটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইয়েমেনের হুথি সমর্থিত টেলিভিশন চ্যালেন...
মুসলিমদের শত্রু এক: খামেনি
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমরা যদি এক হতে পারি...
ইসরাইলকে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল যদি ‘সর্বনিম্ন ভুল’ করে তাহলে তেহরান নিশ্চিতভাবে আরও ‘শক্তিশালী এবং কঠোর প্রতিক্রিয়া’...