Read Time:1 Minute, 45 Second

রাশিয়ার প্রধানমন্ত্রীর পর এবার দেশটির আরও দু’জন মন্ত্রী কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাশিয়ার নির্মাণবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ভ্লাদিমির ইয়াকুশেভ ও মন্ত্রণালয়ের উপমন্ত্রী করোনা সংক্রমিত হয়েছেন।

রাশিয়ার গণমাধ্যম বলছে, শনিবার দেশটির নির্মাণমন্ত্রী ও উপমন্ত্রীকে করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

করোনা পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর বাইরের একটি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ পরিচালনার কাজ চালিয়ে যাচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে আরও ৯ হাজার ৬২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন; যাদের অধিকাংশই মস্কোর বাসিন্দা। দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪ এবং মারা গেছেন ১ হাজার ২২২ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ১৩ জন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post লকডাউন তুলে নেওয়ার দাবিতে আমেরিকায় সশস্ত্র বিক্ষোভ
Next post করোনার টিকা কবে আসবে?
Close