Read Time:1 Minute, 54 Second

নভেল করোনা ভাইরাস প্রাকৃতিক নয়, বরং মানুষের তৈরি বলে দাবি করেছেন জাপানের নোবেলজয়ী বিজ্ঞানী তাসুকু হোনজো। চীন এই ভাইরাসটি তৈরি করেছে বলে তিনি দাবি করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। খবর : এশিয়ান সায়েন্টিস্ট ম্যাগাজিন।

তাসুকু বলেন, আমি বিভিন্ন প্রাণী এবং ভাইরাস নিয়ে ৪০ বছর ধরে কাজ করেছি। কখনো ভাইরাসের এমন প্রকৃতি লক্ষ করিনি। আমি শতভাগ নিশ্চিত যে, করোনা ভাইরাস প্রাকৃতিক কোনো বিষয় নয়। এটা বাদুড় থেকেও আসেনি। এটা মানুষের তৈরি। ভাইরাসটি প্রাকৃতিক

হলে চীনের উহানের তাপমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আঞ্চলগুলোয়ই এই ভাইরাস প্রভাব বিস্তার করত। অথচ এই ভাইরাস সুইজারল্যান্ডের মতো দেশকে যেভাবে আক্রমণ করেছে, ঠিক একইভাবে মরু অঞ্চলের দেশগুলোয়ও আক্রমণ করেছে।

তিনি আরও বলেন, আমি চার বছর চীনের উহানের ল্যাবরেটরিতেই কাজ করেছি এবং সেখানকার সব স্টাফের সঙ্গেই আমার পরিচয় আছে। করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর আমি তাদের সঙ্গে ফোনে বারবার আলাপ-আলোচনা করার চেষ্টা করেছি। কিন্তু তিন মাস ধরে ল্যাবরেটরির সবগুলো টেলিফোন লাইন বন্ধ পাচ্ছি। এতে আমি বুঝতে পারছি, ওই ল্যাবরেটরির কোনো টেকনিশিয়ানই এখন আর জীবিত নেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post চলে গেলেন ঋষি কাপুর
Next post উহানের ল্যাবরেটরি থেকে কারোনা উৎপত্তির প্রমাণ আছে : ট্রাম্প
Close