Read Time:2 Minute, 52 Second

করোনায় মৃত ও আক্রান্তের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। এটির ২৫ শতাংশ মানুষই এখন করোনায় আক্রান্ত। সোমবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো এ তথ্য জানান।

স্থানীয় সংবাদমাধ্যম নিউইয়র্ক ডেইলি জানায়, করোনা রোধে নমুনা সংগ্রহ ও পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে নিউইয়র্ক নগরীতে। সম্প্রতি নগরীর পাঁচটি কেন্দ্রে ব্যাপক হারে পরীক্ষা করা হয়। 

এতে দেখা গেছে, পরীক্ষা করা ব্যক্তিদের মধ্যে ২৪ দশমিক ৭ শতাংশের শরীরেই করোনাভাইরাসের অ্যান্টিবডি রয়েছে। আগে যা ছিল ২১ শতাংশ।  এর ফলে ধারণা করা হচ্ছে নগরীটির প্রায় ২৫ শতাংশ মানুষ এরই মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আবার নিজে থেকেই সের উঠেছে। তার মানে নিউইয়র্কের প্রায় ২০ লাখ মানুষ এরই মধ্যে কভিড-১৯ রোগে কোনো না কোনো সময় আক্রান্ত হয়েছিল।

এদিকে নিউইয়র্ক নগরীতে অ্যান্টিবডি পরীক্ষার সংখ্যা আরও বাড়ানোর ঘোষণ দিয়েছে অ্যান্ড্রু কুমো। পুলিশ, স্বাস্থ্যকর্মী ও দমকল বাহিনীর সদস্যদের ভেতরে কাদের মধ্যে ভাইরাসটি প্রতিরোধী অ্যান্টিবডি রয়েছে, তা জানা খুবই জরুরি বলে মনে করেন তিনি। 

অ্যান্ড্রু কুমো বলেন, ‘করোনা মোকাবিলায় আমাদের সামনের সারির কর্মীরা কেমন আছেন এবং কীভাবে তারা কাজ করছেন, সেটি পুরোপুরি আমাদের জানা প্রয়োজন।’

পরীক্ষায় বিপুলসংখ্যক মানুষের শরীরে অ্যান্টিবডির অস্তিত্ব পাওয়াকে একটা শুভ লক্ষণ বলে উল্লেখ করেন গভর্নর। আগের দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে আসায় পরিস্থিতি নিয়ে আশাবাদী তিনি।

বিশ্বের অনেক দেশের তুলনায় মার্কিন অঙ্গরাজ্যটিতে করোনা পরিস্থিতি খুব ভয়াবহ। সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখের কাছাকাছি ব্যক্তি। এর মধ্যে মারা গেছেন ১৭ হাজার ৫১৫ জন।   

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post জুতা সেলাই করে জমানো ২০ হাজার টাকা দিলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে
Next post করোনা ঝুঁকির মধ্যেও এভাবে বেঁধে রাখা হলো কারাবন্দীদের
Close