Read Time:2 Minute, 5 Second

নভেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের সব হাসপাতাল থেকে রোগীরা সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন বলে দাবি করেছে দেশটি।

চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রবিবার সাংবাদিকদের বলেন, ’২৬ এপ্রিল নাগাদ উহানের হাসপাতালে কোনো করোনা রোগী ভর্তি হয়নি। রোগীর সংখ্যা শূন্যে নামিয়ে আনার পেছনে সবার সম্মিলিত চেষ্টা রয়েছে।’

গত ডিসেম্বরে উহানের একটি মাংসের বাজার থেকে নতুন করোনাভাইরাস মানুষের শরীরে সংক্রমিত হয়। এরপর গোটা পৃথিবীতে এটি মহামারী আকারে ছড়িয়ে পড়ে। আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্সের মতো দেশ মৃত্যুর মিছিল থামাতে হিমশিম খাচ্ছে। থেমে গেছে বৈশ্বিক অর্থনীতির চাকা।

উহানে সেই ডিসেম্বর থেকে কত মানুষ মারা গেছে, তা নিয়ে বিতর্ক আছে। আন্তর্জাতিক গণমাধ্যমের অভিযোগ, চীন মৃত্যুর সংখ্যা কম দেখিয়েছে। চীন সরকারের দাবি, উহানে ৪৬ হাজার ৪৫২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ হাজার ৮৬৯ জন। এই পরিসংখ্যান সত্য হলে, চীনে যত মানুষ মারা গেছে তার ৮৪ শতাংশই উহানে।

ডিসেম্বরে ভাইরাস ছড়ালেও উহানসহ গোটা হুবেই প্রদেশ লকডাউন করা হয় জানুয়ারিতে। সেই থেকে দুই মাসেরও বেশি সময় সাধারণ মানুষকে ঘর থেকে বের হতে দেয়া হয়নি। বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়ে এসেছেন প্রশাসনের কর্মীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত ৬ হাজার বাংলাদেশি
Next post চীনকে একঘরে করতে ছক কষছে যুক্তরাষ্ট্র
Close