গত ১৫ এপ্রিল ২০২০ বুধবার রাত সাড়ে ৮টায় (নিউ ইয়র্ক সময়) মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) টেলি সাংবাদিক কনফারেন্সের মাধ্যমে এক বিশেষ মত বিনিময় সভার আয়োজন করে। টেলি অনরাইন (জুম এর মাধ্যমে) মত বিনিময় সভা পরিচারনা করেন মুনার ন্যাশনার কমিটির এক্সিকিউটিভ ডিরেক্টর হারুনুর রশীদ।
উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ভাইস প্রেসিডেন্ট নূরুজ্জামান এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর সহ সমাপনী বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন।
তিনি বলেন, করোনা বর্তমান সময়ে আমরা সকলেই একটি পরীক্ষার মধ্যদিয়ে যাচ্ছি। অসংখ্য মানুষ তারর আপনজন হারাচ্ছেন। সর্বত্র একটা অনিশ্চয়তা, হাহাকার বিরাজ করছে। এ অবস্থায় মুনা একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে অসহায় মানুষের কল্যানে মার্চ মাসের ১ সপ্তাহ থেকে ব্যাপক কর্মসূচী নিয়ে কাজ শুরু করেছে। একই সাথে রমজানেও মুনা গ্রহণ করেছে বিশেষ কর্মসূচী।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, দশ হাজার মানুষের জন্য সাহায্যকারী গিফট প্যাকেজ আমেরিকায় সর্বত্র প্রয়োজনীয় মানুষদের মধ্যে বিতররণ করা হবে। প্রবাসী বাংলাদেশী সহ অন্যান্য জাতি ও ধর্মের দু:স্থ মানুষের কল্যানে এগুলো বিতরণ করা হবে। লস এঞ্জেলেসে প্রাথমিক অবস্থায় ৫০ জন মানুষের কাছে এই রমাদান গিফট প্যাকেজ বিতরণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া আরও জানান যে, হটলাইনের মাধ্যমে চিকিৎসা সহ সকল ধরণের সাহায্য সহযোগিতা করার কথা উল্লেখ করেন।
(হটলাইন-৮৭৭-৬৮৬-২৭৭৪)। এ পর্যন্ত ৩৩ জন করোনায় মৃত মানুষের শেষকৃত করেছে এবং প্রয়োজনে আগামীতেও এগিয়ে আসবে বলে প্রতিশ্রুতি প্রদান করে মুনার নেতৃবৃন্দ।
টেরি সংবাদ সম্মেলনের শেষে প্রবাস বাংলার প্রতিনিধি মুনার ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের সভাপতি আব্দুলর মান্নান এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা ইতিমধ্যে ৫০০ রমাদান গিফট প্যাকেজ পেয়েছি। যা করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থদের কাছে পৌঁছে দেব। যাদের প্রয়োজন তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা তাদের বাড়িতে গিয়ে সাহায্য পৌঁছে দেব।
তিনি আরও বলেন, সামাজিকভাবে এই সকলর সাহায্য প্রাপ্তি আত্মমর্যাদার রক্ষার্থে গোপনীয়তা রক্ষা করা হবে। প্রয়োজনীয় সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন-
(২১৩-৯৪৯-৭৮৩১/২১৩-৯২৬-২৯৫৯)।
More Stories
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...