Read Time:2 Minute, 19 Second

কানাডার রাজধানী অটোয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশি মারা গেছেন। তারা হলেন-শরিয়ত উল্লাহ ও আব্দুল বাছিত।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

এরমধ্যে শনিবার স্থানীয় কুইন্সওয়ে কার্লটন হাসপাতালে মারা যান শরিয়ত উল্লাহ।

আর রোববার টরেন্টোর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল বাছিত।

এছাড়া আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন ফরিদপুর জেলা অ্যাসোসিয়েশন অব কানাডার সভাপতি মুক্তিযোদ্ধা সালাম শরীফ ও সমাজকর্মী তুতিউর রহমান।

আব্দুল বাছিত মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন, টরন্টোর উপদেষ্টা ছিলেন।

সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ বিকালে অসুস্থ অবস্থায় শরিয়ত উল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শনিবার তার মৃত্যু হয়।

প্রসঙ্গত কানাডায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১৪ হাজার ৪২৬ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২৫৮ জন। আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ২৬০৩ জন।

এদিকে করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় সোমবার সকাল ৯টা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৪৭৯ জনে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৭৪ হাজার ৯২৩ জন। চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৬০ হাজার ২৪৭ জন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নারায়ণগঞ্জ সিটিসহ দুই উপজেলা লকডাউন
Next post কানাডায় করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু
Close