Read Time:1 Minute, 56 Second

মার্কিন প্রেসিডেন্টের কোষাগার বিষয়ক সেক্রেটারি বলেছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য নাগরিকদের এক হাজার ডলার কিংবা তার বেশি মূল্যের চেক পাঠাতে চান ট্রাম্প। 

জানা গেছে, করোনাভাইরাসের কারণে বেকার হয়ে যাওয়া ব্যক্তিদের সহায়তার জন্য এভাবে এক হাজার ডলারের চেক পাঠাতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। অর্থনৈতিক সঙ্কট এড়িয়ে যেতে পদক্ষেপটি বাস্তবায়ন হবে শিগগিরই।

ট্রাম্পের কোষাগার বিষয়ক সেক্রেটারি স্টিভেন নুসিন বলেন, মার্কিনিদের এখন অর্থ দরকার এবং মার্কিন প্রেসিডেন্ট তাদের অর্থ প্রদান করতে চান; এটা দেওয়া হতে পারে পরের দুই সপ্তাহের মধ্যে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রকোপে বহু প্রতিষ্ঠান আপাতত বন্ধ রয়েছে। বিমান থেকে শুরু করে কল-কারখানার বহু শ্রমিক বেকার হয়ে গেছেন। বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মীরা বিনা বেতনে ছুটিতে আছেন। অর্থনৈতিক সঙ্কট প্রকট হওয়ার আগেই বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রশাসন।

নুসিন বলেন, আমরা এটা নিশ্চিত করতে চাই যে, শিগগিরই মার্কিনিদের পকেটে পর্যাপ্ত টাকা থাকবে। যত দ্রুত সম্ভব তাদের কাছে চেক পাঠানোর ব্যবস্থা করছি আমরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post লন্ডনে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু
Next post করোনায় যুক্তরাষ্ট্রে ২২ লাখ মানুষ মারা যেতে পারে!
Close