Read Time:3 Minute, 56 Second

সিনেটর বার্নি স্যান্ডার্সের স্বপ্নকে ভেঙেচুরে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য প্রাইমারি নির্বাচনে অন্য প্রার্থীদের পিছনে ফেলে লড়াইটা হয়ে উঠেছে এই দু’জনের। কিন্তু কিছুতেই জো বাইডেনের সঙ্গে পেরে উঠছেন না ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। তাকে টপকে ফ্লোরিডা, ইলিনয় এবং অ্যারিজোনা রাজ্যে হ্যাটট্রিক জয় পেতে যাচ্ছেন জো বাইডেন। এ তিনটি রাজ্যে প্রাইমারি নির্বাচনে বার্নি স্যান্ডার্সের সমর্থকদের কাছে সরাসরি সমর্থন চেয়েছিলেন জো বাইডেন। তারা যেন সেই ডাকে সাড়া দিয়েছেন। ফলে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়ন যুদ্ধে আরো জোর পেয়ে গেলেন জো বাইডেন। তিনি হ্যাটট্রিক জয় নিয়ে এখন সামনের দিকে অগ্রসর হচ্ছেন।

সম্ভবত তিনিই হতে চলেছেন ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনীত প্রার্থী। যদি তাই হয় তাহলে নভেম্বরে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে হবে তার মূল ভোটের যুদ্ধটা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
 
বার্তা সংস্থা এপি বলছে, ফ্লোরিডা থেকে যে রিপোর্ট পাওয়া যাচ্ছে তাতে জো বাইডেন সমর্থন পাচ্ছেন শতকরা প্রায় ৬২ ভাগ। বার্নি স্যান্ডার্স সমর্থন পাচ্ছেন শতকরা প্রায় ২৩ ভাগ। অন্যদিকে ইলিনয় রাজ্যে এই হার যথাক্রমে ৫৯ ভাগ ও ৩৬ ভাগ। অ্যারিজোনায় জো বাইডেন এগিয়ে আছেন দুই অংকে। এর মধ্যে ফ্লোরিডাকে বলা হচ্ছে বড় পুরস্কার হিসেবে। কারণ, প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থীকে ডেমোক্রেট দল থেকে মনোনয়ন পেতে হলে তাকে কমপক্ষে ১৯৯১ টি ডেলিগেট পেতে হয়। এর মধ্যে ফ্লোরিডায়ই রয়েছে ২১৯টি ডেলিগেট। এই রাজ্যকে বলা হয় ‘ব্যাটলগ্রাউন্ড’ বা ভোটযুদ্ধের ক্ষেত্র। এখানে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প শতকরা ১.২ ভাগ ভোট বেশি পেয়েছিলেন। মঙ্গলবার ওই রাজ্যগুলোতে ভোটের আগে শেষ ২১টি রাজ্যের মধ্যে ১৬টিতে বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেন জো বাইডেন। তিনি প্রথম দিকে অনেকটা পিছিয়ে পড়েছিলেন। মনে করা হয়েছিল, তিনি নির্বাচনী প্রক্রিয়া থেকে এক সময় বিদায় নেবেন। অন্যদিকে খুব বেশি জনপ্রিয়তা ছিল বার্নি স্যান্ডার্সের। তিনি তুখোর প্রচারণাও চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু গত মাসে সাউথ ক্যালিফোর্নিয়া থেকে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের। ওই সময় তিনি তিনটি নির্বাচনে বিজয়ী হন। পাল্টে যায় তার গতিপ্রকৃতি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post করোনায় যুক্তরাষ্ট্রে ২২ লাখ মানুষ মারা যেতে পারে!
Next post সৌদি আরবে মক্কা ও মদিনা ছাড়া সব মসজিদে নামাজ বন্ধ
Close