Read Time:2 Minute, 49 Second

মানুষ সারা জীবন তাকেই মনে রাখে যিনি মানুষের জন্য কিছু করেন। একটি সুন্দর স্বপ্ন হতে পারে, মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা ও সহযোগিতার সৌন্দর্য উপলব্ধি করা। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোই তো মানুষের কাজ।

বাংলাদেশি চিকিৎসক ফেরদৌস খন্দকার প্রবাসী বৃদ্ধ ও শিশুদের মাঝে বিনামূলে খাদ্যসামগ্রী বিতরণ করতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের নিউয়র্কের জ্যাকসন হাইটসে স্থানীয় সময় ১৭ মার্চ বিকেল ৫টায় তার কার্যালয়ের সামনে এই কার্যক্রম শুরু হবে।

জানা গেছে, কোনো বৃদ্ধ যদি অনুষ্ঠানে উপস্থিত হতে নাও পারে তাহলে ওই ব্যক্তির বাসায় খাবার পৌঁছে দেয়া হবে। বৃদ্ধদের দেয়া হবে ১০ পাউন্ড বাসমতি চাল, ৩ পাউন্ড মসুরি ডাল ও দুই প্যাকেট বিস্কুট। এ ছাড়া শিশুদের জন্য থাকবে নুডুলস, ব্রেড, জ্যাম নসিলা এবং বিস্কুট।

এমন মহৎ উদ্যোগ সম্পর্কে ডাক্তার ফেরদৌস খন্দকার বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় এখানে খাদ্যসংকট তৈরি হয়েছে। এমতাবস্থায় এটা বড় ধরনের সমস্যা। এই বাংলাদেশিরাই আমাকে চিকিৎসক বানিয়েছে। তাদের একটু সহযোগিতা করতে পারলেই আমার স্বার্থকতা। এ ছাড়া মানুষের বিপদের দিনে মানুষ এগিয়ে আসবে এটায় স্বাভাবিক।

সরেজমিনে দেখা গেছে, চিকিৎসক ফেরদৌস খন্দকার নিজে কর্মীদের সঙ্গে প্যাকেট বানাতে অংশ নিয়েছেন।

এ সময় তিনি বলেন, বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন আমাদের সবার জন্য গৌরবময় একটি দিন। আজকের এই মহান দিনে কাজটি শুরু করতে পেরে সত্যিই ভালো লাগছে। এ ছাড়া বাঙালির যে কোনো বিপদে তাদের পাশে থাকতে চাই।

তিনি বলেন, জ্যাকসন হাইটসের ৭২ ব্রডওয়ে আমার অফিস। চায়লে যে কেউ ওখানে আসতে পারেন। তবে বৃদ্ধ কেউ না আসতে পারলে আমার নম্বরে (১৭১৮ ৮৪৪ ৩৩৬০) এসএসএস করলে আমরা তার সঙ্গে যোগাযোগ করব।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নিউইয়র্কে ৭ বাংলাদেশিসহ আক্রান্ত ৭২৯
Next post লন্ডনে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু
Close