মানুষ সারা জীবন তাকেই মনে রাখে যিনি মানুষের জন্য কিছু করেন। একটি সুন্দর স্বপ্ন হতে পারে, মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা ও সহযোগিতার সৌন্দর্য উপলব্ধি করা। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোই তো মানুষের কাজ।
বাংলাদেশি চিকিৎসক ফেরদৌস খন্দকার প্রবাসী বৃদ্ধ ও শিশুদের মাঝে বিনামূলে খাদ্যসামগ্রী বিতরণ করতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের নিউয়র্কের জ্যাকসন হাইটসে স্থানীয় সময় ১৭ মার্চ বিকেল ৫টায় তার কার্যালয়ের সামনে এই কার্যক্রম শুরু হবে।
জানা গেছে, কোনো বৃদ্ধ যদি অনুষ্ঠানে উপস্থিত হতে নাও পারে তাহলে ওই ব্যক্তির বাসায় খাবার পৌঁছে দেয়া হবে। বৃদ্ধদের দেয়া হবে ১০ পাউন্ড বাসমতি চাল, ৩ পাউন্ড মসুরি ডাল ও দুই প্যাকেট বিস্কুট। এ ছাড়া শিশুদের জন্য থাকবে নুডুলস, ব্রেড, জ্যাম নসিলা এবং বিস্কুট।
এমন মহৎ উদ্যোগ সম্পর্কে ডাক্তার ফেরদৌস খন্দকার বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় এখানে খাদ্যসংকট তৈরি হয়েছে। এমতাবস্থায় এটা বড় ধরনের সমস্যা। এই বাংলাদেশিরাই আমাকে চিকিৎসক বানিয়েছে। তাদের একটু সহযোগিতা করতে পারলেই আমার স্বার্থকতা। এ ছাড়া মানুষের বিপদের দিনে মানুষ এগিয়ে আসবে এটায় স্বাভাবিক।
সরেজমিনে দেখা গেছে, চিকিৎসক ফেরদৌস খন্দকার নিজে কর্মীদের সঙ্গে প্যাকেট বানাতে অংশ নিয়েছেন।
এ সময় তিনি বলেন, বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন আমাদের সবার জন্য গৌরবময় একটি দিন। আজকের এই মহান দিনে কাজটি শুরু করতে পেরে সত্যিই ভালো লাগছে। এ ছাড়া বাঙালির যে কোনো বিপদে তাদের পাশে থাকতে চাই।
তিনি বলেন, জ্যাকসন হাইটসের ৭২ ব্রডওয়ে আমার অফিস। চায়লে যে কেউ ওখানে আসতে পারেন। তবে বৃদ্ধ কেউ না আসতে পারলে আমার নম্বরে (১৭১৮ ৮৪৪ ৩৩৬০) এসএসএস করলে আমরা তার সঙ্গে যোগাযোগ করব।
More Stories
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় তার দুই ছেলে সিয়াম...
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।...
লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির চাঁদরাত মেলা যেমন ছিল
শামসুল আরিফীন বাবলু রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...