Read Time:2 Minute, 13 Second

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে মারা যাওয়ারা সবাই ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা। অপরদিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শতাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

ওয়াশিংটন অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে অধিকাংশই একটি নার্সিং হোমের সদস্য। কিং কাউন্টিতে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অপরদিকে বাকি একজনের মৃত্যু হয়েছে প্রতিবেশী স্নোহোমিস কাউন্টিতে।

বিভিন্ন উপকূলীয় শহর এবং মিডওয়েস্টে শতাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সিয়াটলের শহরতলীর একটি লাইফ কেয়ার সেন্টার থেকেই এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ওই কেয়ার সেন্টারটি একাধারে নার্সিং হোম এবং পুনর্বাসন কেন্দ্রও।

USAA

এদিকে ওই কেয়ার সেন্টারে থাকা রোগীদের পরিবারের সদস্যদের পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত সেখানে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে নতুন করে সেখানে কোনো রোগীকে ভর্তি করা হচ্ছে না।

সিয়াটলের হার্বারভিউ মেডিকেল সেন্টারের মুখপাত্র সুসান গ্রেগ জানিয়েছেন, সেখানে একজনের মৃত্যু হয়েছে। এদিকে, ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ সেন্টার পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে করোনাভাইরাসের ভ্যাকসিনের কাজ এগিয়ে নেয়ার বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহত ২৫
Next post করোনাভাইরাস : তিন মাসের বেতন দান করলেন ট্রাম্প
Close