Read Time:1 Minute, 35 Second

যুক্তরাষ্ট্রের উইসকোনসিন রাজ্যে অবস্থিত মিলওয়াকি শহরের মোলসোন কুর্স বিয়ার কোম্পানিতে বন্দুক হামলার ঘটনায় হামলাকারীসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। হামলার পর হামলাকারী আত্মহত্যা করেছেন বলে স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলাকারী ৫১ বছর বয়সী। তবে কেন এই হামলা চালানো হলো সেটি এখনো নিশ্চিত করা যায়নি।

জানা গেছে, বুধবার স্থানীয় সময় বিকেলে ওই বিয়ার কোম্পানিটিতে হামলা চালানো হয়। তখন বিয়ার কোম্পনাটিতে শত শত কর্মী কাজ করছিলেন।

এদিকে হামলার বিষয়ে মার্কিন পুলিশ কর্মকর্তা আলফোনসো মোরালেস বলেন, নিহত পাঁচজন ওই বিয়ার কোম্পানির কর্মী। এদিকে হামলার পরপরই পুলিশ ওই এলাকা পুরোপুরি ফিরে ফেলে। এদিকে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় ওই এলাকার সব স্কুল, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

তবে এই হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু বলে মোলসোন কুর্স বিয়ার কোম্পানি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post দিল্লি পৌঁছল উহানে আটকে পড়া ২৩ বাংলাদেশি
Next post করোনাভাইরাস: সাময়িকভাবে স্থগিত ওমরাহ ভিসা
Close