Read Time:2 Minute, 17 Second

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষ পালনে বাহরাইনে ক্ষণগণনা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দূতাবাসের পরামর্শে বাংলাদেশ সমাজ দিবসটির কার্যক্রম নিজ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সূচনা করেন।

সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ হাশেম। এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) কে এম মমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম, লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বাহরাইনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আহম্মদ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি অভিনাশ পাল, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল দাস, বাহরাইনে বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আশিফ আহমেদ, অর্থ সম্পাদক মাজহারুল হক নয়ন।

এছাড়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজির আহমেদ, জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, সহ-সভাপতি মারুফ হোসেন চান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণু পদদেব, সোহেল মিয়া, সামছুল হক সহ বাংলাদেশ সোসাইটি, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
Next post প্যারিসে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন
Close