কাতারে বাংলাদেশের বিজয় দিবস ও কাতারের জাতীয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটির আয়োজনে রাজধানী দোহার আল সাদ স্পোর্টস ক্লাবে এ, বি এবং সি গ্রুপ ও ৬ টি বিভাগে ১৬৫ জন বাংলাদেশি অংশগ্রহণ করেন। খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এর মধ্যে বাংলাদেশ বিমান ও ফেনী- এই দুটি দলের লেখার আকর্ষণ ছিল অন্যতম।
সংগঠনের সভাপতি আলমগীর হোসেন আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের দূতাবাসের শ্রম সচিব মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম সিসি ও বর্তমান সভাপতি মো. কফিল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মতিন পাটোয়ারী, স্পেক্ট্রা গ্রুপের চেয়ারম্যান মামুন খান।
সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন মামুনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উবায়দুল রহমান, রহমত উল্লাহ ফারিয়াজ, তৌহিদুল ইসলাম তৌহিদ, এইচ এম রাজিবসহ আয়োজক কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি জানান, মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষা করতে বর্তমান সময়ে খেলাধূলার কোন বিকল্প নেই। তাই সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি ও আগত অতিথিরা।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
