Read Time:2 Minute, 9 Second

জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেফতারের নিন্দা, প্রতিবাদ এবং মুক্তি দাবিতে বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে বিক্ষোভ করেছে সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখা। 

জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ারও মুক্তি দাবি করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন এবং পরিচালনা করেন সেক্রেটারি সুরুজ্জামান। 
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ। 
আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি শাহাদৎ হোসেন রাজু, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আলী হোসেন, মীর মশিউর রহমান, ওয়াহেদ আলী মন্ডল, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির এস আলম, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম শাহীন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, মোফাজ্জল ভ’ইয়া, বিএনপি নেত্রী তাহমিনা আক্তার, জাতীয়তাবাদি ফোরামের নেতা মোহাম্মদ নাসিম, মোতাহার হোসেন, মোস্তাক আহমেদ, মাহবুবুর রহমান প্রমুখ। 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক: যাচাই-বাছাই করে গৃহকর্মী পাঠানো হবে সৌদিতে
Next post লিটল বাংলাদেশ মুক্তি চত্বরে বিজয় দিবস উদযাপন, ২০১৯
Close