আগামী ২৬, ২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বর ২০১৯ চারদিনব্যাপী এ দেশের (আমেরিকার) সর্ববৃহত্তর জাতিগত উৎসব ৪৬তম লস এঞ্জেলেস কোরিয়ান ফেস্টিবল হতে যাচ্ছে কোরিয়া টাউনের সিউল ইন্টারন্যাশন্যাল পার্কে। প্রতিবছরের ন্যায় ফেস্টিবলে থাকছে প্যারেড, মেলা, উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। উক্ত ফেস্টিবলে প্রায় তিনশত হাজারের অধিক মানুষের সমাগম হয়। কোরিয়ান কালচার, ইতিহাস, আর্ট ও কৃষ্টিকে তুলে ধরার প্রত্যয়ে এই ফেস্টিবলের ঐতিহ্য। সেই সাথে বহু সংস্কৃতির ধারণাকে উন্নিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই ফেস্টিবল। এবারই প্রথম বাংলাদেশ কমিউনিটি অংশগ্রহণ করতে যাচ্ছে উক্ত কোরিয়ান ফেস্টিবলে। উদ্দেশ্য দুই দেশের কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বমূলক সম্পর্ক নির্মাণ এবং সাংস্কৃতিক বিনিময়। রামপাট ভিলেজ নেবারহুড কাউন্সিলের কমিউনিটি ইন্টারেস্ট রিপ্রেজেন্টেটিভ কাজী মশহুরুল হুদা’র প্রচেষ্ঠায় দুই কমিউনিটির সাথে এই প্রথম একত্রে প্রত্যক্ষভাবে অংশগ্রহন করতে যাচ্ছে। লিটল বাংলাদেশ নেবারহুড কাউন্সিল করতে গিয়ে যে বিভেদ সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটাতে বাংলাদেশ কমিউনিটির পক্ষে আগামী ২৭শে সেপ্টেম্বর বিকেল ৫:৩০মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করবে এবং ক্যালিফোর্নিয়া বংগবন্ধু পরিষদ ৪দিন ব্যাপী সাংস্কৃতিক স্টল ও ২৮শে সেপ্টেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য প্যারেডে কমিউনিটির পক্ষে অংশগ্রহণ করছে। আশা করা যায়, এই উদ্দ্যোগের মাধ্যমে সাংস্কৃতিক সংযোগ দুই দেশের কমিউনিটির মধ্যে অতীতে সৃষ্ট ব্যবধান ঘুচতে সহায়তা করবে। আগামী ২৬শে সেপ্টেম্বর বিকেল ৫ টায় ৪৬তম লস এন্জেলেস কোরিয়ান ফেস্টিবলের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির নেত্রীবৃন্দ সহ কমিউনিটির মানুষদেরকে আমন্ত্রণ জানিয়েছে। আগামী ২৬, ২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বর ২০১৯ চারদিনব্যাপী এ দেশের (আমেরিকার) সর্ববৃহত্তর জাতিগত উৎসব ৪৬তম লস এঞ্জেলেস কোরিয়ান ফেস্টিবল হতে যাচ্ছে কোরিয়া টাউনের সিউল ইন্টারন্যাশন্যাল পার্কে। প্রতিবছরের ন্যায় ফেস্টিবলে থাকছে প্যারেড, মেলা, উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। উক্ত ফেস্টিবলে প্রায় তিনশত হাজারের অধিক মানুষের সমাগম হয়। কোরিয়ান কালচার, ইতিহাস, আর্ট ও কৃষ্টিকে তুলে ধরার প্রত্যয়ে এই ফেস্টিবলের ঐতিহ্য। সেই সাথে বহু সংস্কৃতির ধারণাকে উন্নিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই ফেস্টিবল। এবারই প্রথম বাংলাদেশ কমিউনিটি অংশগ্রহণ করতে যাচ্ছে উক্ত কোরিয়ান ফেস্টিবলে। উদ্দেশ্য দুই দেশের কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বমূলক সম্পর্ক নির্মাণ এবং সাংস্কৃতিক বিনিময়। রামপাট ভিলেজ নেবারহুড কাউন্সিলের কমিউনিটি ইন্টারেস্ট রিপ্রেজেন্টেটিভ কাজী মশহুরুল হুদা’র প্রচেষ্ঠায় দুই কমিউনিটির সাথে এই প্রথম একত্রে প্রত্যক্ষভাবে অংশগ্রহন করতে যাচ্ছে। লিটল বাংলাদেশ নেবারহুড কাউন্সিল করতে গিয়ে যে বিভেদ সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটাতে বাংলাদেশ কমিউনিটির পক্ষে আগামী ২৭শে সেপ্টেম্বর বিকেল ৫:৩০মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করবে এবং ক্যালিফোর্নিয়া বংগবন্ধু পরিষদ ৪দিন ব্যাপী সাংস্কৃতিক স্টল ও ২৮শে সেপ্টেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য প্যারেডে কমিউনিটির পক্ষে অংশগ্রহণ করছে। আশা করা যায়, এই উদ্দ্যোগের মাধ্যমে সাংস্কৃতিক সংযোগ দুই দেশের কমিউনিটির মধ্যে অতীতে সৃষ্ট ব্যবধান ঘুচতে সহায়তা করবে। আগামী ২৬শে সেপ্টেম্বর বিকেল ৫ টায় ৪৬তম লস এন্জেলেস কোরিয়ান ফেস্টিবলের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির নেত্রীবৃন্দ সহ কমিউনিটির মানুষদেরকে আমন্ত্রণ জানিয়েছে।




তাজা খবর
- নির্বিচারে ধর্মীয় নেতাদের গ্রেফতার করা হচ্ছে : ফখরুল
- নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে আরও এক মামলা
- করোনাভাইরাসে আক্রান্ত মনমোহন সিং
- আরও এক সপ্তাহ বন্ধ থাকবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট
- দেশের ইতিহাসে করোনায় একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু
- মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর
- দেশে একদিনে রেকর্ড ১০২ জনের মৃত্যু
- জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মুজিবনগর দিবস পালন
- ভাঙচুরের মামলায় গ্রেপ্তার মামুনুল
- অভিনেতা এস এম মহসীন আর নেই
আর্কাইভ

No comments