Read Time:3 Minute, 23 Second

বিএনপির ৪১তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে গত বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে ঝাঁঝালো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ সালাম। 

এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম এবং সভা পরিচালনা করেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন ও সহ সাধারণ সম্পাদক হারুন অর রশীদ চৌধুরী। বিএনপির সাংস্কৃতিক ফ্রন্ট জাসাসের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি বাবুল আহমেদ এবং যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম সহ সভাপতি গিয়াস আহম্মেদও তাদের বক্তব্যে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মার্শাল মুরাদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, জাসাসের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মো. আতিকুর রহমান, সাধারন সম্পাদক সাইদুর রহমান সাইদ প্রমুখ।

নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন কাজী আমিনুল ইসলাম স্বপন, আমানত হোসেন আমান, বিএম বাদশা, আমিনুর রহমান খোকন, আরিফুল ইসলাম, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ, স্টেট বিএনপির সহ সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, শ্রমিক দলের সহ-সভাপতি মীর মশিউর রহমান, ওয়াহেদ আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, স্টেট বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জহির সিকদার, মনির, যুগ্ম মোহাম্মদ হাসান, মহিলানেত্রী রাশিদা আহম্মেদ মুন, তাছলিমা আকতার, মো. শাখাওয়াত হোসেন, মো. পাভেল মিয়া, মোফাজ্জল ভূঁইয়া, মো. রুহুল আমিন, মুসলেহ উদ্দিন মুসা, ফিরোজ হায়দার, মোক্তাদির হাসান, আলম আলম, আতাউর রহমান, মেজবাহ্ উদ্দিন, মনির হোসেন, জহিরুল ইসলাম, মোহাম্মদ জুয়েল, শাহজাহান সাজু, জাহিদ হাসান, মোহাম্মদ আলম, জাহাঙ্গীর চৌধুরী, মো. মাসুম ও কামাল উদ্দিন প্রমুখ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post টরেন্টোতে বাণিজ্য মন্ত্রী : বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে
Next post নিউইয়র্কে শেখ হাসিনাকে স্বাগত জানানোর প্রস্তুতি র‌্যালি
Close