Read Time:2 Minute, 0 Second

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে তার সাবেক স্ত্রী বিদিশা ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তার দেওয়া স্ট্যাটাসটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। স্বামীর জীবনের শেষ সময়টুকু তার পাশে থাকতে না পেরে প্রচণ্ড আক্ষেপ ও শোক প্রকাশ করেছেন তিনি।

রোববার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে বিদিশা তার ফেসবুক পেইজে (বিদিশা এরশাদ) এক আবেগঘন স্ট্যাটাস দেন।

সেই লেখায় ফুটে উঠেছে স্বামীর প্রতি বিদিশার ভালবাসা এবং আক্ষেপের কথাগুলো।

পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘এ জন্মে আর দেখা হলো না। আমিও আজমীর শরীফ আসলাম আর তুমি ও চলে গেলে। এত কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়াতে, যেখানে থাকবে না কোনো রাজনীতি।’

আজ সকালে এরশাদের মৃত্যুর পর নিজের পেইজের প্রোফাইলে শোকের প্রতীক কালো ব্যাজের ছবি দেন বিদিশা।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা এইচএম এরশাদ রোববার সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ৪ জুলাই থেকে সিএমএইচে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ভাইয়ের জন্য হাত জোড় ক্ষমা চাইলেন জিএম কাদের
Next post এক নজরে হুসেইন মুহম্মদ এরশাদ
Close