Read Time:2 Minute, 29 Second

কাতারের রাজধানী দোহার পাঁচ তারকা রেডিসন ব্লু হোটেলে গত শুক্রবার নবগঠিত বাংলাদেশ কমিউনিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। 

শাহজাহান সাজুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উদযাপন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার বাবু, ইঞ্জিনিয়ার আলীম উদ্দিন, আবু রায়হান, শহিদুল্লাহ হায়দার, এম সাইফুল আলম, মাহবুবুর রহমান চৌধুরী বাবু, সি.আই.পি রফিকুল ইসলাম হেলাল, নূরুল আলম, মোল্লা মোহাম্মদ রাজ রাজীব, মোখলেসুল রহমান, বদরুল আলম, তুহিনুল হক প্রমুখ। আরও উপস্থিত ছিলেন- নজরুল ইসলাম সিসি, জসিম উদ্দিন দুলাল, বোরহান উদ্দিন শরীফ, প্রকৌশলী সালাউদ্দিন, আব্দুস সাত্তার, মোহাম্মদ ইসমাইল মিয়া, ওমর ফারুক চৌধুরী, এস এম ফরিদুল হক, শফিকুল কাদের, কফিল উদ্দিন প্রমুখ।

কুইজ পরিচালনা করেন সম্পাদক মণ্ডলীর সদস্য এ.কে.এম. আমিনুল হক, শিক্ষক মো. তাফসির উদ্দিন ও আহমেদ মালেক।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল। ভাগ্যবান নির্ধারণী খেলা পরিচালনা করেন সিআইপি আবদুল আজিজ খান। পরে সভাপতি তার বক্তব্যকালে ১৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।

প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি বজায় রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানান রাষ্ট্রদূত আসুদ আহমেদ। অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বাঙালী মেয়ে সায়নীর ক্যাটালিনা চ্যানেল বিজয়
Next post ইতালি বাংলা প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী
Close