Read Time:2 Minute, 3 Second

জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য ধরে রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জোটের নেতৃবৃন্দ। সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় ঐক্যফ্রন্টের শরিক জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের অন্য নেতৃবৃন্দ বৈঠকে বসেছিলেন।

বৈঠক শেষে আ স ম আবদুর রব সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর তারা এ রকম বৈঠকে বসতে পারেননি। এই বৈঠক থেকে তারা ঐক্য ধরে রাখার ব্যাপারে সবাই প্রত্যয় ব্যক্ত করেছেন। তবে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন অসুস্থতার কারণে আসতে না পারায় বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়।

এ সময় বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেন, ঐক্যফ্রন্টের ঐক্যকে আরো মজবুত করার দরকার আছে।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতা আ স ম আবদুর রব বলেন, হাজার হাজার নেতাকর্মী কারাগারে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে। আমাদের ঘুম নেই। তাদের মুক্তি ও গণতন্ত্রের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম ও ঐক্য অব্যহত থাকবে।

আ স ম রব বলেন, আমরা জনগণের কাছে যে প্রতিশ্রুতি নিয়ে ঐক্য গঠন করেছিলাম তা এখনো পর্যন্ত পূরণ করতে পারিনি। আপনারা নিশ্চিত থাকেন জাতীয় ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে এবং আমাদের ঐক্য আরো শক্তিশালী করে জনগণের দাবি আদায় করা হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি গ্রেফতার
Next post বাঙালী মেয়ে সায়নীর ক্যাটালিনা চ্যানেল বিজয়
Close