Read Time:2 Minute, 34 Second

যথাযোগ্য মর্যাদায় ব্রিটেনে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। 

মঙ্গলবার ব্রিটেনের বিভিন্ন মসজিদ ও খোলা পার্কে সমবেত হয়ে মুসলমানরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। 

ইস্ট লন্ডন মসজিদ, ব্রিকলেন মসজিদ, মাইলেন্ড পার্ক, রেডব্রিজের ভ্যালেন্টাইন পার্ক, ওয়ানস্টেড রাগবি ক্লাব মাঠসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। 

বড় বড় মসজিদগুলোতে জামাতে অংশ নেন নারী-পুরুষ নির্বিশেষে মুসল্লিরা। ঈদের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করে করা হয় বিশেষ মোনাজাত। 

বাংলাদেশিসহ মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে ঈদ উপলক্ষে এক আলাদা আমেজ বিরাজ করছে।

পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকায় ঈদের আমেজ ছিল অনেকটা বাংলাদেশের মতো। রঙিন পোশাক পরে রাস্তায় ছোট ছোট বাচ্চাদের চলাচল, মসজিদগুলোর সামনে মুসল্লিদের সমাবেশ, বাড়িতে বাড়িতে আত্মীয়-স্বজনের আনাগোনা টাওয়ার হ্যামলেটস এলাকায় এনে দেয় ঈদের আলাদা এক আমেজ।

ব্রিকলেন ও ইস্ট লন্ডন মসজিদে সকাল থেকে শুরু করে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। 

রেডব্রিজ রাগবি ক্লাবের খোলা মাঠে অনুষ্ঠিত ঈদ জামাতের আগে স্থানীয় লেবার দলীয় এমপি ওয়েজ স্ট্রিটিং সমবেতদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। 

বক্তব্যে ইসলামে সাম্য ও ভ্রাতৃত্বের প্রশংসা করে তিনি ইসলামবিরোধী গোষ্ঠীর সমালোচনা করেন।

এদিকে লন্ডন ছাড়াও বার্মিংহাম, লিডস, ম্যানচেস্টার, নিউক্যাসেলসহ ব্রিটেনের অন্যান্য শহরেও যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post পৃথিবীর সব থেকে কাছে আসছে মঙ্গল
Next post যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপন
Close