Read Time:2 Minute, 26 Second

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত নৈশভোজের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন ব্রিটেনের বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন। চলতি বছরের জুনে যুক্তরাজ্যে সফরে আসবেন ট্রাম্প।-খবর রয়টার্সের

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, তেরেসা মের উচিত হবে না ট্রাম্পকে একজন প্রেসিডেন্ট হিসেবে সম্মান দিয়ে লাল গালিচা বিছানো। কারণ তিনি অনেকগুলো আন্তর্জাতিক চুক্তি বাতিল করেছেন। জলবায়ু চুক্তি থেকে সরে এসেছেন। এছাড়াও বিভিন্ন বর্ণবাদী ও নারীবিদ্বেষী মন্তব্য ছুড়েছেন।

ট্রাম্পের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরে বিরক্তি প্রকাশ করে আসছিলেন এই বামপন্থী লেবার নেতা। সম্প্রতি তিনি বলেন, উইকিলিকসের সহপ্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা উচিত হবে না।

করবিন বলেন, দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হলে তাকে তিনি স্বাগত জানাবেন। কেবল ধুমধাম আয়োজন ও রাষ্ট্রীয় সফরের উৎসব দিয়ে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার দরকার নেই।

আগামী ৩ থেকে ৫ জুন ব্রিটেন সফরে যাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হচ্ছেন তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট যিনি রানি দ্বিতীয় এলেজাবেথের সঙ্গে সফরচুক্তি করেছেন।

যদিও সংস্কার কাজ চলায় বাকিংহাম প্রসাদে থাকবেন না ট্রাম্প। একজন বিদেশি রাষ্ট্রনেতা হিসেবে তার সেখানেই থাকার কথা ছিল।

এর আগে ২০১৭ সালে ট্রাম্পকে সফরের প্রস্তাব না করার আবেদন জানিয়ে একটি পিটিশনে অন্তত ১৯ লাখ ব্রিটিশ নাগরিক সই করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post শ্রীলংকায় আত্মঘাতীদের আস্তানায় অভিযানে ৬ শিশুসহ নিহত ২০
Next post তুরস্কে সন্ত্রাসবাদের দায়ে শাস্তির মুখোমুখি মার্কিন কনস্যুলেট কর্মী
Close