Read Time:4 Minute, 24 Second

গত ৩১শে মার্চ লস এঞ্জেলেসে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন বাফলা আয়োজিত বাংলাদেশ ডে প্যারেডের দ্বিতীয় দিনে অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তাকে আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ জানিয়ে বলেন, বাফলা তাকে লস এঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশীদের সাথে একটি সংযোগের সুযোগ করে দিয়েছে। বাফলা লস এঞ্জেলেসে অনেকগুলো সংগঠনকে নিয়ে একটি ফেডারেশনের মাধ্যমে সকল প্রবাসীকে একটি আনন্দঘন অনুষ্ঠান উপহার দিয়েছে। বাফলা তাদের অন্যান্য কার্য ক্রমের পাশাপাশি দেশে ও প্রবাসে চ্যারিটি করে যাচ্ছে। চ্যারিটির মাধ্যমে জনগণের কাছে যাওয়া সর্বোত্তম জনসেবা।

তিনি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে এসেছি। বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে এই দলের সৃষ্টি হয়েছে। এই দলের অন্যতম মূলমন্ত্র বহুদলীয় গণতন্ত্র, মুক্ত বাজার অর্থনীতি, ব্যক্তি খাতের মাধ্যমে ফ্রি মার্কেট ইকোনমির মধ্য দিয়ে দেশের উন্নয়ন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুক্তিযুদ্ধের যে মূল প্রেরণা ছিল তা হলো গণতন্ত্র, জনসাধারণের মৌলিক অধিকার নিশ্চিত করুন ও সমতা। আপনারা আমেরিকায় থাকেন, এখানকার গণতন্ত্র ও আইনের মূলমন্ত্র বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, আইনের শাসন ও জীবনের নিরাপত্তা। এগুলোই আমেরিকার সংবিধানের মূলমন্ত্র। আমাদের দেশের সংবিধান পাশ্চাত্যের গণতন্ত্রের অনুকরণে করা হয়েছে। আপনারা আমেরিকায় যে মৌলিক অধিকার, আইনের শাসন ও জানমালের নিরাপত্তা ভোগ করছেন তা যেন বাংলাদেশের জনগণ ভোগ করতে পারে সেটা নিশ্চিত করতে আপনাদের কিছু করণীয় আছে। বাংলাদেশে যাতে গণতন্ত্রের সুষ্ঠ পরিবেশ থাকে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। দু দেশে গণতন্ত্রের দুটি মানদন্ড হতে পারে না। গণতন্ত্রের মানদন্ড সকল দেশে একই। জীবন যাপনের মৌলিক অধিকার মানসম্পন্ন গণতন্ত্রের পরিমাপক। সারা বিশ্বে গণতন্ত্র একই মৌলিক ভিত্তির উপর দাঁড়িয়ে। জনগণের মৌলিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, আইনের শাসন, ভোটাধিকার প্রয়োগ গণতন্ত্রের মূলমন্ত্র। আপনারা আমেরিকায় সকল অধিকার চর্চা করে থাকেন। বাংলাদেশের জনগণও বাংলাদেশে এই সব মৌলিক অধিকার পাওয়ার কথা। তারা যাতে এইসব অধিকার ফিরে পায় সেজন্য আপনারাও আপনাদের সর্বোচ্চ চেষ্টা করুন। বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় প্রবাসী বাংলাদেশী হিসেবে আপনাদের ভূমিকা রাখুন।

তাকে বাফলার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাফলা সভাপতি নজরুল আলম। এ সময় ক্যালিফোর্নিয়া বি এন পি সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম কাঞ্চন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মুর্শেদুল ইসলাম সহ নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ইনফিনিটি অ্যাওয়ার্ড গ্রহণ শহীদুল আলমের
Next post বাংলার বিজয় বহর ভেঙে গেল
Close