Read Time:3 Minute, 51 Second

গত ২৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বাংলাদেশ একাডেমী মিলনায়তনে ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভার সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মুহম্মদ হাই। স্টেট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজ আলম (জয়) ও সাংগাঠনিক সম্পাদক নাহিদ হাসান (রুবেল) এর সঞ্চালনায় শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শামসুল আরেফিন বাবলু। সমবেত সুরে জাতীয় সংগীত গাওয়া হয়।

শ্রদ্ধা নিবেদন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের প্রতি যারা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের বুলেটে জীবন দিয়েছেন। শ্রদ্ধা নিবেদন করা হয় জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যে সকল বীর বাঙ্গালী আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি। নিহতদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করা হয়। আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক সাইদুর রহমান পাটেল, বিশেষ অতিথি ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান, প্রধান বক্তা ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ড.রবি আলম।

আলোচনা পর্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি সাইদুর রহমান পাটেল, বিশেষ অতিথি শফিকুর রহমান, প্রধান বক্তা ড. রবি আলম। এছাড়াও আলোচনায় অংশ নেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা ফিরোজ আলম, সহ-সভাপতি নাজমুল চৌধুরী, সাংগাঠনিক সম্পাদক টি জাহান (কাজল), সাংগাঠনিক সম্পাদক আলী আহমেদ ফারিস, লস এঞ্জেলেস সিটি আওয়ামী লীগ সভাপতি মাহাতাব উদ্দিন টীপু,ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগ সাধারন সম্পাদক সোহেল ইসলাম ও শামসুল আরেফিন বাবলু। সমাপনী বক্তব্য রাখেন, আয়োজিত অনুষ্ঠানের সভাপতি আজিজ মুহম্মদ হাই। উপস্থিত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলোচনা পর্বের ইতি টানেন। উপস্থিত অতিথিদের আমন্ত্রণ জানানো হয় সাংস্কৃতিক পর্বে। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন দুই বাংলার সুর সাধক, গুনী সংগীত শিল্পী পন্ডিত গিরিশ চ্যাটার্জি ও তারই স্নেহধন্য ছাত্র নাহিদ হাসান (রুবেল)। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ২৬ মার্চ উপলক্ষ্যে ক্যালিফোর্নিয়া আ.লীগের সভা
Next post আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৩৫ জনের প্রাণহানি
Close