Read Time:2 Minute, 51 Second

দুবাই ও উত্তর আমিরাতে একটি বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। সোমবার বিকেলে বাংলাদেশ থেকে আগত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব ও বিশিষ্ট শিক্ষানুরাগী জালালাবাদ অ্যাসোসিয়েশন যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক ও লন্ডন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক জিলু এবং দুবাই আওয়ামী লীগের সহসভাপতি হাজী শফিকুল ইসলাম কনসাল জেনারেলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গেলে তিনি এ আহ্বান জানান।

এ সময় কনসাল জেনারেল আরো বলেন, বাংলাদেশে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন তাদের একটি টিম নিয়ে দুবাইয়ে এলে বাংলাদেশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে দূতাবাসের পক্ষে যাবতীয় সহযোগিতা করা হবে। এতে করে আরব আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হবে ঠিক তেমনি বিনিয়োগকারীরা এ থেকে লাভবান হবেন বলেও তিনি জানান।

এ সময় কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর ড. এ,কে,এম,রফিক আহাম্মেদ উপস্থিত ছিলেন।

দুবাই ও উত্তর আমিরাতে আট লক্ষ বাংলাদেশি বসবাস করলেও এখানে নেই বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়, যেখানে আমাদের পার্শবর্তীদেশ ভারতের অনেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে। তাই নিরূপায় হয়ে বাংলাদেশি অন্যদেশের প্রতিষ্ঠানে পড়তে যায়।

এসময় বদরুল ইসলাম শোয়েব ও আমিনুল হক জিলু কনসাল জেনারেলের আগ্রহের কথা খুব মনোযোগ সহকারে গ্রহন করেন এবং ধন্যবাদ জানিয়ে তারা বলেন কনস্যুলেটের এত দায়িত্ব পালন করে প্রবাসী বাংলাদেশিদের ভবিষ্যত প্রজন্মের জন্য এমন চিন্তা ভাবনা অবশ্যই প্রশংসার দাবীদার। আগামীতে এ ব্যাপারে একটি টিম নিয়ে আসবেন বলেও তারা আশ্বাস দিয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ধর্মপ্রতিমন্ত্রীর বৈঠক
Next post বাফলার প্যারেডে আসছেন তিন মন্ত্রী
Close