Read Time:1 Minute, 32 Second

বিএনপির প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া নেতাদের সঙ্গে স্কাইপিতে বৈঠক করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার সন্ধ্যায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে যোগ দিতে বিকেল ৫টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একে একে প্রবেশ করেন নেতারা। ২০ জেলার সব প্রার্থীদের নিয়ে দুই দফায় চলছে বৈঠক। প্রথম ধাপে ১০ জেলার প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।

পরে সন্ধ্যা ৭টার দিকে দ্বিতীয় ধাপে আরো ১০ জেলার নেতারা বৈঠকে যোগ দেন। দ্বিতীয় ধাপের বৈঠক এখনও চলছে।

বৈঠকে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, শরিফুল আলম, আনিসুর রহমান তালুকদার খোকন, জি কে গউছ, আজিজুল বারী হেলাল, লুৎফর রহমান কাজল, মিজানুর রহমান চৌধুরী, হাজি মুজিব, শামা ওবায়েদ, মিজানুর রহমান মিনু, জয়নুল আবদিন ফারুক, রফিকুল আলম মজনু, মাইনুল ইসলাম খান শান্ত প্রমুখ উপস্থিত রয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘মার্কিন সাহায্য নিয়ে আফগানিস্তান ধ্বংস হয়েছে’
Next post পশ্চিমবঙ্গে তৃণমূলের বিধায়ককে গুলি করে হত্যা
Close