Read Time:3 Minute, 33 Second

লস এঞ্জেলেস ডাউন টাউন থেকে ১৩ মাইল দূরে লস এঞ্জেলেসের আর্টিশিয়ায় ৫ ব্লক জুড়ে পাইওনিয়ার বুলেবার্ডের ১৮৩তম স্ট্রীষ্ট থেকে ১৮৮তম স্ট্রীষ্টেকে লিটল ইন্ডিয়া বলে আখ্যায়িত করা হয়। ২০০৩ সালের দিকে ১২০টি ইন্ডিয়ান স্টোর খোলে এই এলাকায়। ২০০৪ সালে ৫% এর কম সংখ্যক ইন্ডিয়ান জনসংখ্যায় বৃদ্ধি পায় এই এলাকায়। তবে সিটি চার ভাগের এক ভাগ এই এলাকার ব্যাবসা থেকে ট্যাক্স সংগ্রহ করে। তখন অত্র এলাকার মূলধারার রাজনীতিবিদ লিটল ইন্ডিয়াকে অফিসিয়ালি স্বীকৃতির জন্য আবেদন করতে বলে কিন্তু স্থানীয় অন্যান্য জাতিগত মানুষের আপত্তির মুখে সিটি অনুমোদন দেয়নি। শোনা যায়, আইরিশ কমিউনিটির বসবাস এই এলাকায় বহুদিন ধরে। তারা শক্তভাবে আপত্তি করলে সকলের স্বার্থে এই এলাকাকে আর্টেশিয়া ইন্টারন্যাশনাল হিসাবে আখ্যায়িত করে। যদিও অলিখিতভাবে লিটল ইন্ডিয়া হিসেবে পরিচিত হয়ে গেছে। এদিক দিয়ে বাংলাদেশী কমিউনিটি সৌভাগ্যবান। কোরিয়ান কমিউনিটি ছাড়া অন্যকোন কমিউনিটি আপত্তি জানায়নি। কোরিয়ান কমিউনিটি বুদ্ধিমত্তার দিক থেকে বাধ্য হয়ে লিটল বাংলাদেশের সাথে সমঝোতা করেছে। ইন্দো-পাক সাবকন্টিনেন্টে একমাত্র বাংলাদেশই অফিসিয়ালী আমেরিকার বুকে মাইলস্টোন সৃষ্টি করেছে। পাকিস্তানীদের এধরণের কোন বসতি নেই যাকে কেন্দ্র করে লিটল পাকিস্তান বা পাকিস্তান টাউন হিসেবে সৃষ্টি করতে পারে। যদিও তারা এদেশে অনেক আগে থেকেই আগমন ঘটেছে। ১৯৬৫ সালের ইমিগ্রেশন এণ্ড ন্যাশনালিটি এক্টের সময় ইন্ডিয়ান ইমিগ্রেন্টের সংখ্যা বৃদ্ধি হতে থাকে। প্রথমে হলিউডের দিকে ইন্ডিয়ান স্টোর প্রতিষ্ঠা হয়। কিন্তু ১৯৭০ সালের দিকে তারা আর্টিশিয়ার দিকে স্থানান্তরিত হয়। কারণ তখন এই এলাকায় জীবনযাত্রা স্বল্প ব্যায়ে থাকার সুব্যাবস্থা ছিল। এ জন্য ইন্ডিয়ান কমিউনিটির বসবাসের সংখ্যা মূলত: তুলনামূলকভাবে অরেঞ্জ কাউন্টিতে অধিক। প্রতিবছর তথাকথিত লিটল বাংলাদেশে ইন্ডিয়ান স্বাধীনতা দিবস, দিওয়ালি এবং নাভরাত্রি উদযাপন করে। ইন্ডিয়ান কমিউনিটির পত্র পত্রিকা প্রকাশিত হয় এই আর্টিশিয়া থেকে।পাক ভারত বাংলাদেশ এর মানুষ আর্টিশিয়ার এই এলাকায় যায় দেশীয় পন্যের কেনাকাটার জন্যে। নিয়মিত হিন্দি মুভিজ প্রদশর্নীর জন্য থিয়েটার রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ক্যালিফোর্নিয়া আ.লীগের প্রাণপুরুষ দারা বিল্লাহ
Next post গণভবনে শুভেচ্ছা বিনিময়ে এলে আলাপ-আলোচনা হতে পারত : কাদের
Close