Read Time:1 Minute, 19 Second

রাজনীতিক ও ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালু এবং তার স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) দুদকের উপ পরিচালক সৈয়দ আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করছে।
তার স্বাক্ষরিত এক চিঠিতে চার্জশিটের অনুমোদন দেয়া হয়।

দুদক সূত্রে জানা যায়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ২০১৭ সালের ১৫ মে রমনা থানায় মামলা দায়ের করে দুদক। ফালুর বিরুদ্ধে ১৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

অপরদিকে একই বছরের ১০ আগস্ট ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে ৩ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৪৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বুলবুলের কালজয়ী যেসব গান
Next post ঢাকা ক্লাবে ফ্রেন্ডস ক্লাব অব লস এঞ্জেলেসের বার্ষিক পুরস্কার বিতরণ
Close