Read Time:2 Minute, 41 Second

ভয়াবহ তুষারপাত এবং তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত পোলান্ড, সুইডেন, জার্মানি, নরওয়েসহ ইউরোপের কয়েকটি দেশ। জার্মানি পোলান্ড এবং সুইডেনে শুক্রবার ভারি তুষারপাতের কারণে জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে রাস্তা, চলাচল। জার্মানির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া রাজ্যে রাস্তায় আটকে পড়া গাড়িচালকদের উদ্ধার করেছে রেডক্রস।

সুইজারল্যান্ডের একটি হোটেলে তুষারধসে তিনজন আহত হয়েছেন। ওদিকে, ঝড়ে সুইডেন পোলান্ড এবং নরওয়ের রাস্তা গাড়ি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। বরফে ডুবে গেছে প্রাইভেট কার এমনকি বাস-ও। 

তুষারপাতে বিপর্যস্ত হয়েছে অস্ট্রিয়াও। সেখানে উদ্ধারকর্মীদেকে বুক পর্যন্ত জমে থাকা বরফ সরিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।

অস্ট্রিয়ার আবহাওয়া সংস্থার এক কর্মকর্তা বলেছেন, এমন ভয়াবহ তুষারপাত কেবল প্রতি ৩০ কিংবা ১০০ বছর পরপরই দেখা যায়। অস্ট্রিয়ায় গাছের মাথার ওপর থেকে বরফ সরাতে হেলিকপ্টার পাঠিয়েছে সেনাবাহিনী। তুষার জমে রাস্তায় গাছ ভেঙে পড়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সে জন্যই এ ব্যবস্থা।

সুইডেনে তুষারঝড়ে উত্তরাঞ্চলের কয়েকটি এলাকা তছনছ হয়েছে। একটি এলাকায় প্রতিঘণ্টায় ১১১ মাইল বেগে ঝড় বয়ে গেছে। নরওয়ের উত্তরাঞ্চলে তুষারপাতের কারণে বৃহস্পতিবার পার্বত্য একটি রাস্তায় আটকা পড়েন গাড়িচালকরা। শুক্রবার সকালে উদ্ধার পাওয়ার আগ পর্যন্ত তীব্র ঠাণ্ডায় তাদেরকে কাটাতে হয়েছে গাড়ির ভেতরেই।

শুক্র ও শনিবার তুষারপাতে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়েছে জার্মানির বাভারিয়া। রাজ্যের দক্ষিণ ও পূর্বাঞ্চলে গাছপালা ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে অচল হয়েছে জনজীবন। প্রতিকূল আবহাওয়ার কারণে মিউনিখে বাতিল হয়ে গেছে ৯০টি ফ্লাইট। ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরেও ফ্লাইট বিঘ্নিত হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post পর্তুগালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
Next post নিউইয়র্ক কনস্যুলেটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
Close